সাবেক সেনাকর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি
মোজো ডেস্ক 12:19PM, Jan 14, 2026
গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগমী ৮ ফেব্রুয়ারি থেকে।
এর আগে গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।
আর ট্রাইব্যুনাল-২ এ, আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭জন হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
এর আগে গত রোববার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এছাড়া, আবু সাঈদ হত্যা মামলারও আজ যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ হতে পারে।