সাড়ে সাত মাসের মাথায় রিয়াল মাদ্রিদে চাকরি হারালেন জাবি আলোনসো। বাতাসে ভেসে বেড়াচ্ছে একটি গুঞ্জন- তার জায়গায় বসতে যাচ্ছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০২৪ সালে অ্যানফিল্ড ক্লাব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে তিনি। বর্তমানে রেড বুলের গ্লোবাল সকারের প্রধান হিসেবে কর্মরত ক্লপ চলতি গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানালেন।
বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচের ভাষ্য, জাবির বিদায়ের পর রিয়ালের কাছ থেকে কোনো ফোন কল পাননি। জোর দিয়ে তিনি বললেন, মাদ্রিদ ক্লাবের সঙ্গে স্প্যানিশ কোচের ছাড়াছাড়ির পেছনেও তার কোনো ভূমিকা নেই।
অস্ট্রেলিয়ান চ্যানেল সার্ভাস টিভি ক্লপকে প্রশ্ন করেছিল, জাবির বিদায়ের পর তার ফোন অনবরত বাজতে শুরু করেছিল কি না? লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ বললেন, ‘আমার মনে হয় এই ধরনের গুঞ্জনগুলো কিছুদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এবং আমি জানি আপনার প্রশ্নের উদ্দেশ্য কী, কিন্তু এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
স্মিত হাসি নিয়ে তিনি বলে গেলেন, ‘হ্যাঁ, ফোনের রিং বাজছিল, কিন্তু মাদ্রিদ থেকে নয়।’ আর এই ধরনের সংবাদ তাকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি বলে জানালেন।
জাবিকে নিয়ে ক্লপের কথা, তিনি খুব প্রতিভাবান একজন কোচ। আর তার বিদায় একটি বার্তা দিচ্ছে যে, ‘রিয়াল মাদ্রিদে কিছু একটা ঠিকঠাক কাজ করছে না। এটা অনেক বিষয় তুলে ধরেছে, প্রথমত আমাদের (কোচদের) হাতে আর কোনো সময় নেই এবং আরেকটি হলো, রিয়াল মাদ্রিদে চাহিদা যৌক্তিকভাবে আকাশচুম্বী।’
জাবির বিদায়ে বিস্মিত হয়েছেন সাবেক লিভারপুল কোচ। তার দাবি, কোচ ও মাদ্রিদ স্কোয়াডের মধ্যে যে বনিবনা হচ্ছে না সেই গুঞ্জন আগে থেকেই ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি কার্লো আনচেলত্তির মতো একজন লিজেন্ড ও অসাধারণ কোচের পর আপনি যখন আসবেন, যার কোচিং করানোর একটা নিজস্ব ধরন আছে, সেখানে আপনি গিয়ে নতুন নিয়ম কানুন চালু করবেন, তখন সেটা কঠিন হয়ে যায়, এবারো সম্ভবত সেটাই প্রমাণিত হয়েছে।’
ক্লপ বললেন, জাবির জন্য তার কষ্ট হচ্ছে। একই সঙ্গে আশাবাদ্য ব্যক্ত করলেন যে ভবিষ্যতে তিনি খুব ভালো করবেন। সাবেক মাদ্রিদ কোচের লিভারপুলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তার বক্তব্য, ‘আমি মনে করি না এখনই স্পেন ছেড়ে যাবে এবং পরের দিনই অন্য কোথায় কাজ শুরু করবে।’
সাবেক লিভারপুল কোচের মতে, গ্রীষ্মে অনেক কিছু ঘটতে চলেছে এবং কোচিং মার্কেটে বড় রদবদল হতে যাচ্ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘নিজের ওপর প্রভাব পড়বে কি না এমন কিছু না ভেবে একজন দর্শকের ভূমিকায় থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করা খারাপ নয়।’ একই সঙ্গে দৃঢ় কণ্ঠে তিনি জানালেন, এখন সঠিক জায়গাতেই আছেন।
আরআই/এসএন