দীর্ঘ প্রতীক্ষার পর অভিনেতা বিজয়ের রাজনৈতিক থ্রিলার সিনেমা জন নয়াগণ হয়তো শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে পারে।
জানুয়ারি ১৫ তারিখে চলচ্চিত্রের প্রযোজকরা সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দায়ের করেছেন এবং মামলার শুনানি হতে যাচ্ছে। মূলত জানুয়ারি ৯ তারিখ মুক্তির জন্য নির্ধারিত ছিল সিনেমাটি, কিন্তু কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (CBFC) সনদ জারি করতে বিলম্ব করায় তা আইনি টানাপোড়েনে ফেঁসে যায়।
মাদ্রাজ হাই কোর্ট পূর্বে সিনেমাটির জন্য U/A সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে CBFC সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং আদালত থেকে স্থগিতাদেশ পেয়ে মুক্তি বন্ধ করে দেয়। এখন মামলাটি প্রধান বিচারপতি সুর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে বিচারাধীন হওয়ায় ভক্তদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, আদালত যদি ইতিবাচক রায় দেন, তাহলে জানা নায়ক সম্ভবত ২৩ জানুয়ারি, গণতন্ত্র দিবসের আগে বড় পর্দায় মুক্তি পাবে।
চলচ্চিত্রের এই বিলম্বের প্রসঙ্গে রাজনীতিবিদরাও সরব হয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মা.কে. স্টালিন CBFC-এর কাজকে সৃজনশীল স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। দেশে সিনেমাপ্রেমীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। যদি আদালতের রায় অনুকূল হয়, তাহলে বিজয়ের এই রাজনৈতিক থ্রিলার সিনেমা শীঘ্রই দর্শকদের জন্য রোমাঞ্চের আগুন জ্বালাবে।
এসকে/টিএ