বলিউডের আদালতভিত্তিক নাটক ‘হক’-এ ইয়ামি গৌতমের জোরালো এবং আবেগঘন অভিনয় সারা বলিউডকে মুগ্ধ করেছে। যদিও সিনেমার বক্স অফিস সংখ্যা খুব একটা ভালো হয়নি, তবুও সমালোচক এবং দর্শকরা ইয়ামির চরিত্র ‘শাজিয়া বানো’কে বিশেষভাবে প্রশংসা করেছেন। এই চরিত্রে তিনি একটি নারীর সংগ্রাম দেখিয়েছেন, যিনি পিতৃতান্ত্রিক সমাজ ও অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে দাঁড়িয়ে লড়ছেন।
সবচেয়ে বড় সাড়া এসেছে আলিয়া ভাটের কাছ থেকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, “তুমি হল সবকিছু মিলিয়ে খাঁটি দক্ষতা, হৃদয় এবং স্বর্ণ… আমার একান্ত প্রিয় নারী অভিনয়ের মধ্যে অন্যতম।” তিনি আরও জানিয়েছেন, চরিত্র নিয়ে তাদের ব্যক্তিগত কথোপকথনও হয়েছে, যা বলিউডে নারী সহমর্মিতা এবং পারস্পরিক সমর্থনের এক অনন্য মুহূর্ত সৃষ্টি করেছে।
ইয়ামিও সমান আন্তরিকতায় আলিয়ার প্রশংসা করেছেন। তিনি আলিয়াকে বলেছেন, “এক অসাধারণ অভিনেত্রী এবং চমৎকার মানুষ,” এবং এই মুহূর্তকে উদযাপন করেছেন পারস্পরিক উৎসাহ ও শক্তি প্রদানের প্রতীক হিসেবে।
সুপর্ণ বর্মা পরিচালিত ‘হক’ বাস্তব জীবনের একটি আইনি সংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত। ইয়ামির সাহসী অভিনয়কে এখন তার ক্যারিয়ারের একটি ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। আলিয়া ভাটের এই খোলামেলা প্রশংসা যামির জন্য এক নতুন ধরনের স্বীকৃতি এবং বলিউডের নারীশক্তির উদযাপনের প্রতীক হয়ে উঠেছে।
পিআর/টিএ