ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’। এ বছরেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। কিছুদিন আগেই এর টিজার প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সমালোচনার কারণ অবশ্য যশের সঙ্গে অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখের অভিনীত একটি দৃশ্য নিয়ে, যেখানে দুজনকে সাহসী অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। আর এ নিয়েই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিট্রিজ। অনেকেই সেই দৃশ্যটিকে সাহসী ও গল্পের কারণে প্রয়োজনীয় বললেও, বড় একটি অংশ একে অশ্লীল আখ্যা দিয়ে অভিনেত্রীর কড়া সমালোচনা করছে।
এদিকে আম আদমি পার্টির মহিলা শাখা বিষয়টি নিয়ে কর্ণাটক রাজ্য নারী কমিশনে অভিযোগ পর্যন্ত জানিয়েছে এবং সিবিএফসিকে টিজারটি পুনরায় পর্যালোচনার অনুরোধ করেছে। তবে সিনেমার নারী পরিচালক গীথু মোহনদাস অবশ্য জানিয়েছেন, টিজারের দৃশ্যগুলো প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এটি গল্পেরই অংশ।
কিন্তু যেই দৃশ্য নিয়ে এত সমালোচনা, সেই দৃশ্যে অভিনয় করা কে এই বিট্রিজ টাউফেনবাখ? এ সম্পর্কে এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ২০১৪ সালে ‘কারাক্টার মডেল ট্যুর’-এর মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিট্রিজ টাউফেনবাখ। মডেলিং দিয়ে অভিষেক করলেও পরে অভিনয়ে নাম লেখান ব্রাজিলিয়ান এই তারকা। এছাড়া গায়িকা হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে।
যদিও এখন পর্যন্ত বড় কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি, তবে আন্তর্জাতিক ফ্যাশন ও মডেলিং-এ যথেষ্ট পরিচিতি আছে বিট্রিজের। আর টক্সিকে অভিনয় করে এখন তো গোটা উপমহাদেশেই আলোচনায় উঠে এসেছেন।
সম্প্রতি এ অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে লেখা আসছে ‘প্রোফাইল ইজনট আনঅ্যাবল’। এ নিয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, টিজার বিতর্কের কারণেই অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন তিনি। তবে সব বিতর্ক ছাপিয়ে আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া টক্সিক নিয়েই এই মুহূর্তে যশ ভক্তদের সব উন্মাদনা।
এমকে/টিএ