বলিউডে কাজ করছেন কলকাতার পরিচালক গৌরব দত্ত। তিনি এই ছবিতে ভয়, অ্যাকশন এবং হিউমারকে একসঙ্গে মিলিয়ে দর্শককে নতুন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করেছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিকা দাস। ‘ভুলভুলাইয়া ৩’-এর পর এটিই তাঁর দ্বিতীয় বলিউড প্রোজেক্ট।
প্রান্তিকা বললেন, “‘জোর’ আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সরস্বতী চরিত্রটি ফান-লাভিং, চতুর এবং একদিকে বুদ্ধিদীপ্ত, অন্যদিকে আউটগোয়িং। শুটিং করতে করতে আমি বুঝেছি, হিউমার, ভয় এবং অ্যাকশন, এসব চরিত্রটাকে এক নতুন মাত্রা দেয়। বছরের শুরুতেই টিজার রিলিজ এবং শুটিং একসঙ্গে হওয়াটা সত্যিই বিশেষ অনুভূতি।
প্রান্তিকা আরো যোগ করেন, “ছবিতে আমার চরিত্র শুধু হাস্যরসের জন্য নয়, বরং গল্পের আবেগ এবং কৌশলগত বুদ্ধিমত্তার ভারসাম্যও বজায় রাখে। সরস্বতী প্রতিটি পরিস্থিতি নিজস্ব কৌশল ও বুদ্ধি দিয়ে সামলে চলে, যা দর্শককে ভয়ের সঙ্গে কমেডির এক অনন্য মিশেল অনুভব করাবে।”
দিল্লির একটি কর্পোরেট অফিস হাবে আচমকাই ঘটে যাওয়া জম্বি আউটব্রেককে কেন্দ্র করে এগোয় গল্প। অফিসে আটকে থাকা নয়জন মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয়।
জম্বিদের হুমকি, চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব এবং অপ্রত্যাশিত হাস্যরস—সবই মিলিয়ে তৈরি হয় এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা। ছবিতে প্রান্তিকার পাশাপাশি রয়েছেন জয় সেনগুপ্ত, আকাশ মাখিজা, ঋষভ চাড্ডা, শেখর কাঞ্জিলালসহ অন্য শিল্পীরা।
সব মিলিয়ে, ‘জোর’ শুধুই গৌরব দত্তের বলিউডে পরিচালক হিসাবে প্রথম কাজ নয়, পাশাপাশি প্রান্তিকা দাসের হিন্দি ছবিতে জার্নির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়।
এমকে/টিএ