বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত রয়েছেন।
ডিবি পুলিশের হাতে গ্রেফতার যুবদল নেতা-কর্মীরা হলেন বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), তাঁর সহযোগী শাহিন হোসেন (৩৪) ও আশরাফুল ইসলাম (৪২)।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১৩ ডিসেম্বর সঞ্জয় সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
তবে পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতা সঞ্জয় সরকার দাবি করেছেন, তাকে এক মাস আগে বহিষ্কার করা হয়নি। পুলিশ গ্রেফতারের পর পেছনের তারিখ দিয়ে বহিষ্কার দেখানো হতে পারে।
উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী আনজুমান আরা জানান, তার স্বামী ১২ জানুয়ারি সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় চলমান ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলে কালিতলা গ্রোয়েন বাঁধের দিকে যাচ্ছিলেন। বেলা ১টার দিকে চার যুবক দুটি মোটরসাইকেলযোগে এসে জাহাঙ্গীর আলম বিপ্লবের পথরোধ করেন। এরপর ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে বগুড়া শহরে একটি জায়গায় আটকে রাখা হয়। অপহরণকারীরা পাঁচ লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে তাঁরা মেরে ফেলবেন বলে হুমকি দেন। তাঁদের অনুরোধ করে আড়াই লাখ টাকা দিতে চেয়েছিলেন আনজুমান আরা।
আঞ্জুমান আরা বলেন, ‘অপহরণকারীরা শহরের চেলোপাড়া মধুবন সিনেমা হলের সামনে আমার স্বামীকে মোটরসাইকেলযোগে নিয়ে এসে আমাকে দেখায়। এরপর আমি তাদের হাতে ১ লাখ ৬০ হাজার টাকা দিই। কিন্তু তারা আমার স্বামীকে ছেড়ে না দিয়ে মোটরসাইকেলসহ অন্যদিকে চলে যায় এবং আরও টাকা দাবি করতে থাকে। পরে বিকেল ৫টার দিকে সাবগ্রাম এলাকায় অপহরণকারীদের হাতে আরও ৫০ হাজার টাকা দিলে তারা আমার স্বামীকে ছেড়ে দেয়।’
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, এ ঘটনায় প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা অপহরণকারী উল্লেখ করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্তকালে বিভিন্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গ্রেপ্তার তিনজনসহ ছয়জনকে শনাক্ত করে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ২ লাখ ১০ হাজার টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে অপহৃত প্রকৌশলী গ্রেফতার তিনজনকে দেখে শনাক্ত করেন।
ডিবি পুলিশের ইনচার্জ জানান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবকে অপহরণের সঙ্গে ছয়জন জড়িত ছিলেন। তাদের মধ্যে চারজন নিজেদের ডিবি পুলিশ ও অপর দুজন সাংবাদিক পরিচয় দেন। জড়িত অপর তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএস/টিএ