বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১২টায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় বৈঠকে অংশ নিতে দেখা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এনসিপি, জাগপাসহ ১০ দলের শীর্ষ নেতাদের। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের আসন সংখ্যা নিয়ে টানাপোড়েনের সমাধান না হওয়ায় দলটি বৈঠকে আসেনি।
একটি সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন আসন সমঝোতা থেকে বেরিয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি।
অন্যদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস জানিয়েছেন, তাদের দলীয় ফোরামে আলোচনার পর শিগগিরই এ বিষয় অবস্থান পরিষ্কার করবে দলটি।
এমকে/এসএন