বলিউড বাদশা শাহরুখ খান-এর কন্যা সুহানা খান প্রথম বড়পর্দায় ‘কিং’ ছবিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। অভিনয়শিল্পে যাত্রা শুরু হয়েছিল ‘আর্চিজ়’ ছবির মাধ্যমে। তবে সেই প্রথম ছবিতেই তাঁকে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। কেউ বলেছিলেন, শাহরুখের কন্যা হওয়ার সুবাদে এত স্বচ্ছন্দ অভিনয় করা সম্ভব নয়।
শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয় করতেন সুহানা। একবার একটি বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়ায় একা ঘরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই সুহানাকে প্রথমবার উপলব্ধি করিয়ে দিয়েছিল, তিনি সত্যিই অভিনয়কে কতটা ভালোবাসেন। সুহানা বলেন, “আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময়েই বুঝতে পারি, মঞ্চে থাকার উত্তেজনা এবং অভিনয় করতে আমি কতটা আবদ্ধ।”
অভিনয়ে সুহানাকে সর্বক্ষণ উৎসাহ দেন শাহরুখ খান। ‘কিং’ ছবির অ্যাকশন দৃশ্যে সুহানা যাতে নিখুঁতভাবে পারদর্শী হয়, সে জন্য শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণকেন্দ্রে রূপ দিয়েছেন বাদশা নিজেই। মেয়েকে নিজের হাতে অ্যাকশন প্রশিক্ষণ দিতে দেখা যাচ্ছে। সুহানাও নাকি খুবই বাধ্য ছাত্রীর মতো সমস্ত নির্দেশ মেনে চলছেন।
এভাবেই বাবা ও মায়ের সমর্থন, নিজের নিষ্ঠা এবং অভিনয়প্রতি অনুরাগ সুহানাকে বলিউডের বড়পর্দায় আত্মপ্রকাশের পথ সুগম করছে।
পিআর/টিএ