বলিউডের প্রাক্তন দম্পতি হৃতিক রোশন ও সুজান খান প্রায় ১৪ বছর সংসার করার পর পৃথক হয়ে গেছেন। তবে সম্পর্ক ভাঙলেও তাদের বন্ধুত্ব আজও অটুট। সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল, সুজান ভিডিও কলে হৃতিকের সঙ্গে কথা বলছিলেন, তখনই আচমকা তাঁর হাত থেকে ফোন কেড়ে নেন বর্তমান প্রেমিক আর্সালান গোনি। হাসিমুখে আর্সালানও হৃতিকের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং ছবিশিকারিদের দিকে ফোন ঘুরিয়ে হৃতিকের মুখ দেখান।
সুজান আর্সালানের সঙ্গে বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন। এই সম্পর্কের মধ্যেও হৃতিকের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন। তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রমাণ মিলেছে হৃতিকের ৫২তম জন্মদিনেও, যেখানে প্রাক্তন ও বর্তমান সবাই উপস্থিত ছিলেন। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও তাদের সম্পর্ককে ঘিরে যেসব নিন্দার মুখে হাসি ফোটাল, তা যেন সেসব সমালোচকদেরই উত্তর।
সুজান লেখেন, “বাইরের দৈত্যেদের থেকে আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে, আমরা সত্যিই ভাগ্যবান যে এমন একটি পরিবার পেয়েছি।” এই মন্তব্যে স্পষ্ট, প্রাক্তন ও বর্তমান মিলিয়ে তাদের সম্পর্ক এখনও সুস্থ ও সমন্বিত।
পিআর/টিএ