দর্শকের অপেক্ষার তালিকায় যে ছবির নাম দীর্ঘদিন ধরে প্রথম সারিতে, তা নিঃসন্দেহে আমির খান ও রাজকুমার হিরানির আগামী ছবি। দুই হিট নির্মাতার যুগলবন্দিতে এবার পর্দায় উঠে আসতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জীবনকাহিনি। গত বছর এই বায়োপিকের খবর প্রকাশ্যে আসার পর থেকেই উৎসাহে বুক বাঁধেন সিনেপ্রেমীরা। তবে শুটিং শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা বদলানো হচ্ছে ছবির চিত্রনাট্য।
খবর অনুযায়ী, দাদাসাহেব ফালকের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে কোনও রকম আপস করতে নারাজ আমির ও রাজকুমার। গত চার বছর ধরে একাধিক লেখক মিলে এই বায়োপিকের চিত্রনাট্য তৈরির কাজ করেছেন। তবু নির্মাতাদের মনে হয়েছে, আরও গভীরতা ও পরিপক্বতা দরকার। কারণ এই ছবি শুধু একটি জীবনী নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্মকথাও তুলে ধরবে।
নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইতিহাসের বিকৃতি যেন কোনওভাবেই না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। একই সঙ্গে দর্শকের সঙ্গে আবেগের সংযোগ গড়ে তুলতে গল্পে থাকবে প্রয়োজনীয় মানবিকতা ও সূক্ষ্ম হাস্যরস। সময়কাল, ঘটনা ও চরিত্র সবকিছুই যাতে বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেই লক্ষ্যেই নতুন করে চিত্রনাট্য লেখা হচ্ছে।
শোনা যাচ্ছে, এই নতুন চিত্রনাট্য ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত হবে। তার পরেই আর দেরি নয়। মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা আমির খানের বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং। ফলে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে দাদাসাহেব ফালকের বায়োপিক।
উল্লেখ্য, দাদাসাহেব ফালকে ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ। তাঁর পরিচালিত ‘রাজা হরিশচন্দ্র’ ছিল দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পরবর্তী সময়ে একের পর এক ছবি দিয়ে তিনি ভারতীয় বিনোদন জগতকে নতুন পথ দেখান। সেই মহান ব্যক্তিত্বের জীবন এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন রাজকুমার হিরানি, আর তাঁর চরিত্রে আমির খান এই সংযোজনই দর্শকের প্রত্যাশাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
সব ঠিকঠাক চললে, খুব শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন আমির। আর তখনই শুরু হবে ভারতীয় সিনেমার জন্মকথার নতুন অধ্যায়।
পিআর/টিএ