মেক্সিকোর ভেতরে ফেন্টানিল ল্যাব ধ্বংসের জন্য যৌথ অভিযান পরিচালনার অনুমতি দিতে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ওপর আরো চাপ বাড়াচ্ছে বলে নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।
প্রতিবেদনে একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চান, বিশেষ অভিযান বাহিনী বা সিআইএর সদস্যসহ মার্কিন বাহিনী মেক্সিকান সেনাদের সঙ্গে সন্দেহভাজন ফেন্টানিল ল্যাবে অভিযান পরিচালনা করুক।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, মাদক কার্টেলগুলো মেক্সিকো চালাচ্ছে এবং তাদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে- এমন ইঙ্গিত দেন। এটি মাদক কার্টেলের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের হুমকির ধারাবাহিক বক্তব্যগুলোর একটি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এ সপ্তাহে বলেন, নিরাপত্তা ও মাদক পাচার নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘ভালো আলোচনার’ পর তিনি মাদক কার্টেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩ জানুয়ারি এক অভিযানে ওয়াশিংটনের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর মেক্সিকোর কাছে মার্কিন বাহিনী ব্যবহারের অনুরোধ নতুন করে জানানো হয়।
শেইনবাউম এর আগেও ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
টিজে/টিএ