এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেশবাসী দেখেছে। এখন অনুরোধ করবো, ন্যায়ের শাসন দেখার জন্য। মানুষ দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেতে চাই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এলডিপির চেয়ারম্যান বলেন, নির্বাচনে সবার জন্য এখনো সমান সুযোগ নেই। এটার সুযোগ করে না দিলে অন্যান্য নির্বাচন কমিশনের মতো আপনাদেরও জেলে যেতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ এই সংবাদ সম্মেলন শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই।
পিআর/টিএ