ক্রিকেটারদের অপমানকে দায়িত্বহীন আখ্যা, বিশ্বকাপ ভেন্যু নিয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের চলমান সংকট ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ক্রিকেটারদের সম্মান, বোর্ডের দায়িত্ব এবং বিশ্বকাপ আয়োজন, সবকিছু মিলিয়ে তিনি স্পষ্ট ভাষায় নিজের প্রতিক্রিয়া জানান।
বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এবার প্রকাশ্যে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার বক্তব্যে ছিল হতাশা, ক্ষোভ এবং একই সঙ্গে ঐক্যের আহ্বান।
বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আসিফ নজরুল বলেন, “আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।”
আসিফ নজরুল নিশ্চিত করেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় এবং ভারত ব্যতীত অন্য ভেন্যুতে খেলতে চায়। তিনি বিশ্বাস করেন যে অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য এখনো যথেষ্ট সময় আছে।
বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
এছাড়াও বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হয়েছে আরেক নতুন ইস্যু। তামিম ইকবালকে নিয়ে ব্যক্তিগত সমালোচনা ও ক্রিকেটারদেরকে নিয়ে করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে বিপিএলের ম্যাচ বয়কট করে ক্রিকেটাররা। তারপর বিপিএলই স্থগিত করেছে বিসিবি।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, “আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।”
“তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।”
তিনি জোর দিয়ে বলেন, দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। আসিফ নজরুলের ভাষায়, “আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত- আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি।”
সবশেষে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য আসায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা... এটা কীভাবে একজন মানে... এটা কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার তারা ব্যবস্থা নিবে।”
আসিফ নজরুলের এই বক্তব্যে স্পষ্ট, ক্রিকেটারদের সম্মান ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপসের জায়গা নেই, আর এই সংকটে ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।
আরআই/টিএ