বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন অপরিচিত নাম্বার থেকে হত্যা, অপহরণের মতো একের পর এক হুমকি পাচ্ছেন। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তার হুমকি পাওয়ার অডিও এবং বার্তা দেশের একটি গণমাধ্যমের হাতে এসেছে।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের অসম্মান করায় সব ধরনের খেলা বয়কটের পথে হেঁটেছেন ক্রিকেটাররা। তার পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা। এতে নেতৃত্ব দিয়েছে কোয়াব। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা অবস্থানে অনড় থাকায় ম্যাচ দুটি স্থগিত হয়ে যায়।
ক্রিকেটাররা মাঠে ফেরার শর্ত হিসেবে নাজমুলের বোর্ড থেকে পদত্যাগ দাবি করেন। বোর্ড এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। এরপরও ক্রিকেটাররা খেলার সিদ্ধান্তে ফেরেননি।
বরং কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রকাশ্যে বিসিবি পরিচালক নাজমুল ক্ষমা প্রার্থনা করলেই কেবল তারা মাঠে ফিরবেন। সঙ্গে নাজমুলকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বোর্ডের।
শুক্রবার বিপিএলের ম্যাচ শুরু হবে নাকি টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসব নিয়ে শঙ্কার মধ্যে কোয়াবের সভাপতি এবং ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুনকে অপরিচিত একাধিক নাম্বার থেকে গালাগালসহ অপহরণের মতো হুমকি দেওয়া হয়েছে। যা ক্রিকেটারদের জন্য উদ্বেগের কারণ হয়েছে বলে জানা গেছে।
আইকে/টিএ