শত বছরের বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অবস্থার পরিবর্তন করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ যেন গুম না হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, ভিন্ন মতের কেউ যেন নিপীড়নের শিকার না হয়।’
এর আগে ভোটের গাড়ির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা।
পিএ/টিএ