ওপার বাংলার আলোচিত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ধর্ম ও সহমর্মিতার ওপর তার চিন্তাভাবনা শেয়ার করেছেন। সৌমিতৃষা জানান, “আমি যে ধর্মের অনুসারী হই না কেন, অন্য ধর্মকে ছোট করতে পারি না। সবাইকে সম্মান করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি একজন হিন্দু অসুস্থ হয় এবং মুসলিম ভাই রক্ত দেয়, সেটা রক্ত হিসেবেই শরীরে প্রবেশ করবে। ধর্ম ভেদাভেদ এখানে কোনও ভূমিকা রাখে না। দেশের সীমানা নির্ধারণ করে ধর্ম নয়; দেশটা সবার।”
সৌমিতৃষার এই মন্তব্য সমাজে মানুষের মধ্যে সহমর্মিতা ও একতার গুরুত্বকে তুলে ধরেছে। অভিনেত্রী মনে করেন, ধর্মীয় বিভাজনকে বড় করে দেখার কোনো সুযোগ নেই, বরং মানুষের মৌলিক মানবিক দায়িত্বই সর্বোপরি।
পিআর/এসএন