বিনোদনদুনিয়ায় ফের বিয়ের গুঞ্জন। এ বার চর্চার কেন্দ্রে দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। বেশ কিছু দিন ধরেই তাঁদের প্রেম নিয়ে ফিসফাস চলছিল। এ বার সেই গুঞ্জন আরও জোরালো। শোনা যাচ্ছে, প্রেমের মাস ফেব্রুয়ারিতেই নাকি দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন রজনীকান্তের প্রাক্তন জামাই ধানুশ।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ধানুশ বা ম্রুণাল—কেউই। তবে বিনোদনমহলের অন্দরের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুর-এর এক রাজপ্রাসাদে বসতে পারে বিয়ের আসর। উল্লেখ্য, একই সময়ে আরও কয়েক জোড়া তারকার বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। যেমন বিজয় দেবরকোন্ডা–রশ্মিকা মন্দানা কিংবা শ্রদ্ধা কপূর–রাহুল মোদী। তাঁদের ক্ষেত্রেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ধানুশ–ম্রুণালের সম্পর্ক নিয়েও একই রহস্য। বয়সের ফারাক থাকলেও দু’জনেই নাকি একে অপরকে চোখে হারাচ্ছেন। তবে সম্পর্ক খুব বেশি দিনের নয় বলেই আপাতত মুখ খুলতে নারাজ তাঁরা। শোনা যাচ্ছে, একেবারে সাতপাকে বাঁধা পড়ার পরই সব কিছু প্রকাশ্যে আনতে চান।
এর মধ্যেই আরও একটি বিষয় নজর কেড়েছে অনুরাগীদের। সমাজমাধ্যমে ম্রুণাল নাকি ধানুশের দুই বোনকে অনুসরণ করছেন। পাল্টা তাঁরাও ম্রুণালকে ফলো করছেন। বিনোদন জগতে ধানুশ ও তাঁর পরিবারের সঙ্গে খুব কম মানুষেরই এমন যোগাযোগ রয়েছে বলে জানা যায়। সেই তালিকায় ম্রুণালের নাম উঠে আসায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধানুশ–ম্রুণালের প্রেম ও বিয়ের গুঞ্জনে এখন সরগরম দক্ষিণ থেকে বলিউড—সব দিকই।
এসএন