বলিউডের জনপ্রিয় এক্সন ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশ ‘বর্ডার ২’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ২৭ বছর পর ফের দেশপ্রেমের গল্প নিয়ে হাজির হয়েছেন মেজর চাঁদপুরী বা সানি দেওল। ট্রেলারে তার দৃঢ় সংলাপ, “তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো পাঁঠা আমাদের এখানে ইদে কুরবানি হয়…”, দর্শকদের মধ্যে নস্ট্যালজিয়া, উত্তেজনা ও গর্বের মিশ্রণ তৈরি করেছে।
ট্রেলারে সানি দেওলের সঙ্গে দেখা গেছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি এবং অন্যান্য তারকাদের। সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষাকারী সৈনিকদের ভূমিকায় হাজির হয়েছেন। হাইভোল্টেজ অ্যাকশন এবং দেশপ্রেমের গল্পকে মিলিয়ে ট্রেলারের প্রতিটি দৃশ্য উত্তেজনার পারদ চড়িয়েছে।
‘বর্ডার ২’-এর পরিচালনায় রয়েছেন অনুরাগ সিং। ছবির চিত্রনাট্য ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাজানো হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে, ২৩ জানুয়ারি। নতুন অংশে নব্যা অভিনেত্রী মেধা রানাও থাকছেন। ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্তের যৌথ উদ্যোগে এই সিক্যুয়েলের ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রথম অংশের মতো দ্বিতীয় ভাগেও ভরপুর অ্যাকশনই প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। ট্রেলারের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং মুক্তির অপেক্ষা শুরু হয়েছে।
এমকে/এসএন