ছোটপর্দার পরিচিত মুখ ‘ভুতু’ এখন দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে ছোটপর্দা ও ওয়েব সিরিজে অভিনয় করার পর এই মুহূর্তে আর্শিয়া মুখোপাধ্যায় অভিনয়ের দিকে মন দিচ্ছেন না। বর্তমান সময়টি তিনি পড়াশোনায় দিতে চাচ্ছেন।
আর্শিয়ার মা ভাস্বতী মুখোপাধ্যায় জানালেন, “ও স্কুল ও পড়াশোনায় খুবই ব্যস্ত। তাই এখন কিছুদিন অভিনয় বন্ধ আছে। আর্শিয়া নিজেও পড়াশোনায় মন দিয়েছে। চারিদিকে বইখাতা ছড়িয়ে থাকে, রাত দু’টো পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায়। ফেব্রুয়ারি মাসে দশম শ্রেণির পরীক্ষা শুরু। আপাতত ওর মন শুধু পড়াশোনায়।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আর্শিয়া জানিয়েছে, মাধ্যমিক শেষ হলে আবার অভিনয়ে ফিরবেন। পরবর্তীতে তিনি ‘মাস মিডিয়া’ এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান। তবে গণিত সবচেয়ে কঠিন বিষয় মনে হয়, তাই অঙ্ক পরীক্ষা দ্রুত শেষ হলে তিনি খুশি হন। মাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত তিনি নতুন ধারাবাহিক বা ছবিতে কাজ শুরু করবেন না।
এভাবে ছোটপর্দার জনপ্রিয় ‘ভুতু’ এখন অধ্যয়নে মনোনিবেশ করছেন, তবে ভবিষ্যতে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
পিআর/এসএন