দক্ষিণী সিনেমার দর্শকদের প্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে চলেছেন। ২০২৬ সালকে নিজের ব্রেকআউট বছর হিসেবে চিহ্নিত করতে প্রস্তুত তিনি, কারণ এই বছর তাঁর হাতে রয়েছে একের পর এক বড় ছবি।
প্রথমে আসছে ‘রামায়ণ’ একটি পৌরাণিক মহাকাব্য, যেখানে আলোচনায় বলা হচ্ছে তিনি সীতার চরিত্রে অভিনয় করবেন, আর রণবীর কাপুরকে দেখা যাবে রামের চরিত্রে। এটি ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত প্রোজেক্ট।
এরপর রয়েছে ‘এক দিন’ একটি সমকালীন আবেগঘন নাটক। এই ছবিতে তাঁর অভিনয় দেখাবে শহুরে কাহিনীর গভীরতা, যেখানে সাই পল্লবী নিজের বহুমাত্রিক প্রতিভা এবং অভিনয় দক্ষতা প্রকাশ করতে পারবেন।
দক্ষিণী সিনেমার জগতে রাজত্ব করার পর, এবার সাই পল্লবী প্যান-ইন্ডিয়া স্তরে নিজের ছাপ রাখছেন। তিনি অভিনয়ের প্রতি সত্যনিষ্ঠা বজায় রেখে দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। বলিউডের নতুন নেত্রী হিসেবে উপস্থিতি প্রকাশ করেছেন সায়ী যিনি এই জগতে স্থায়ী হওয়ার জন্য প্রস্তুত।