টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক এই প্রজন্মের তারকাদের মধ্যে বরাবরই আলাদা ছাপ রেখে চলেছেন। জীবনযাপন, চিন্তাভাবনা এবং সামাজিক মাধ্যমে উপস্থিতি সবেতেই তিনি অনন্য। প্রথম সারির নায়িকা হওয়ার পরও কাজের বাইরে তিনি সামাজিক মাধ্যমে কম সক্রিয়, বরং সময় কাটান পরিবার ও সন্তানদের সঙ্গে।
বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে প্রতিদিন জীবনধারার ভিডিও ভাগ করার প্রবণতা বেড়েছে। বহু তারকা ডেলি ভ্লগিংয়ের মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন ক্যামেরাবন্দি করে শেয়ার করছেন। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক তার মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার মনে হয়, এই অভ্যাসটি অনেক সময় একাকীত্ব থেকেই আসে। যারা জীবনে একাকীত্ব অনুভব করেন, তারাই হয়তো বেশি করে তাদের জীবন সকলের সামনে তুলে ধরতে চান। পাশের মানুষকে যেটা বলা যায় না, সেটাই হয়তো অচেনা মানুষের সামনে উজাড় করে দেওয়া হয়।”
নেতিবাচক মন্তব্যের বিষয়েও কোয়েল অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, “অনেকে ইচ্ছা করেই খারাপ মন্তব্য করেন। কারণ ভালো মন্তব্য করলে খুব একটা নজর পাওয়া যায় না। কিন্তু খারাপ কিছু লিখলে সবাই তাকায়, অ্যাটেনশন পাওয়া যায়। এই মনোভাব থেকেই নেগেটিভ মন্তব্য আসে।”
তবে কোয়েল নিজে সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় নন, তাই এই ধরনের মন্তব্য তাকে বিশেষভাবে প্রভাবিত করে না। তাঁর সংযম, স্পষ্ট চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বই তাকে সকলের মধ্যে আলাদা করে তোলে।
অভিনয়ের ক্ষেত্রে কোয়েল আবারও প্রমাণ করেছেন নিজের দক্ষতা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিটি, ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’, দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত। দীর্ঘ বিরতির পর পারিবারিক ছবি হোক বা গোয়েন্দা চরিত্রে সাবলীল উপস্থিতি উভয় ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন টলিউডের শীর্ষ অভিনেত্রী হওয়ার মর্যাদা বজায় রেখেছেন।
পিআর/এসএন