বিক্ষোভের মধ্যে গত সপ্তাহে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠে ইরান সরকারের বিরুদ্ধে। এরপর দেশটিতে অনেকেই ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেন। তবে এক প্রতিবেদনে জানা গেছে, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যাহত করতে মিলিটারি-গ্রেড ইলেকট্রনিক সরঞ্জাম মোতায়েন করেছে ইরানি কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাচার হয়ে আসা হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে অধিকার কর্মী ও প্রকৌশলীরা অনলাইনে থাকতে সক্ষম হন।
এর ফলে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানো এবং নিখোঁজ স্বজনদের খোঁজে পরিবারগুলোর তৎপরতার ছবি ও ভিডিও বাইরের বিশ্বে পৌঁছে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের কর্মকাণ্ড মোকাবিলায়, স্টারলিংক সিস্টেমগুলো যে জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল, সেগুলোকে ব্যাহত করার জন্য ডিজাইন করা সামরিক-গ্রেডের ইলেকট্রনিক সরঞ্জাম মোতায়েন করে ইরানি কর্তৃপক্ষ।
অধিকার কর্মী ও নাগরিক সমাজের সংগঠনগুলো বলেছে, এ ধরনের পদক্ষেপ সাধারণত সক্রিয় যুদ্ধক্ষেত্র ছাড়া খুব কমই দেখা যায়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমকে/এসএন