ওপার বাংলার চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় একসময় তুলসী চক্রবর্তীর অভিনয় প্রতিভা নিয়ে অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। তাঁর মতে, তুলসী চক্রবর্তী ছিলেন এমন একজন শিল্পী, যার অভিনয়ে খুঁত খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন, তা হলে আমি লাখ টাকার বাজি হেরে যাব।” তাঁর এই মন্তব্য শুধু প্রশংসা নয়, বরং তুলসী চক্রবর্তীর অভিনয় দক্ষতার প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধার প্রকাশ।
বাংলা সিনেমার ইতিহাসে তুলসী চক্রবর্তী ছিলেন বহুমাত্রিক অভিনেতা। কমেডি, চরিত্রাভিনয় কিংবা আবেগঘন দৃশ্য সব ক্ষেত্রেই তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটেছে। আর সেই প্রতিভাকেই যেন আরও একবার স্মরণ করিয়ে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এমন উচ্চমানের প্রশংসা সহজে কারও ভাগ্যে জোটে না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বক্তব্য তুলসী চক্রবর্তীর শিল্পীসত্তাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে।
পিআর/এসএন