শ্রীলেখা মিত্র এবং বিতর্ক দুটি নাম যেন বহুদিন ধরে একসাথে চলেছে। সামাজিক মাধ্যমে সরাসরি ও স্পষ্টভাষী মন্তব্যের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী। এবারও ব্যতিক্রম ঘটল না। সম্প্রতি সামাজিক মাধ্যমে শ্রীলেখার একটি খোলা পিঠের ছবি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। ছবিতে কাঁধের কাছে থাকা ফুলের ট্যাটু দেখে অনেকেই ধরে নেন সেটি অভিনেত্রীর। কিন্তু সত্যিই তা ভুয়ো, এআই-এর মাধ্যমে তৈরি।
ঘটনায় বেশ ক্ষুব্ধ শ্রীলেখা। ফেসবুকে তিনি প্রতিক্রিয়ায় লিখেছেন, “এই শীতে আমার পিঠটা না খুলে দিলে হত না?” সঙ্গে স্পষ্ট করে জানিয়েছেন, ছবিটি তাঁর নয়। যদিও ছবিতে থাকা ট্যাটুটি আসলেই তাঁর, তবে রঙ এবং অন্যান্য অংশে ডিজিটাল কারসাজি করা হয়েছে।
ভুয়ো ছবির ঘটনায় শ্রীলেখা নিজের একটি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন, যেখানে আসল ট্যাটুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, “ট্যাটুটা আমার ঠিকই, তবে অন্য রমনীর পিঠের দায় আমার পিঠে চাপাবেন না। আমার পিঠ নিয়ে চর্চা না করে বরং শীতের মরসুমে পিঠে খান আরাম পাবেন।” পাশাপাশি জানিয়েছেন, বিষয়টি সাইবার ক্রাইম বিভাগকে জানানো হয়েছে।
শ্রীলেখা মিত্রের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা খুব কমই সম্ভব। তবু গত কয়েক বছরে তাঁর নামের সঙ্গে ‘বিতর্ক’ শব্দও ঘনিষ্ঠভাবে যুক্ত। সামাজিক মাধ্যমে বা সাক্ষাৎকারে সরাসরি কথা বলার কারণে বারবার তিনি শিরোনামে এসেছেন। অনুরাগীদের কাছে তিনি সাহসী ও প্রতিবাদী, আবার সমালোচকদের মতে অহেতুক বিতর্কপ্রিয়।
নেপোটিজম, বয়স, পোশাক বা ব্যক্তিগত পছন্দ সব ক্ষেত্রেই ট্রোলের মুখে পড়লেও শ্রীলেখা নিজের অবস্থানে অনড় থেকেছেন। তাঁর কথায়, “আমার শরীর, আমার ইচ্ছা।” নিজের শর্তে লড়াই চালিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে তাকে অনেকে দেখছেন ।
পিআর/এসএন