আজ (১৬ জানুয়ারি) খ্যাতনামা ব্যান্ড অবসকিউরের গায়ক সাইদ হাসান টিপুর জন্মদিন। ১৯৬৭ সালে খুলনায় জন্মগ্রহণ করা টিপু আশির দশকের মাঝামাঝি সময়ে খুলনায় অবসকিউর ব্যান্ড প্রতিষ্ঠা করেন।
অবসকিউরের গায়ক হিসেবে টিপু বাংলাদেশের ব্যান্ডসংগীত জগতে বিশেষ পরিচিত। তাঁর গাওয়া ‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’সহ অনেক গান সমকালীন দর্শক ও শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানগুলোর মাধ্যমে তিনি ব্যান্ডসংগীতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
আজকের দিনে টিপুর জন্মদিনে তার ভক্ত এবং সংগীতপ্রেমীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন, এবং তার সঙ্গীতজীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমকে/এসএন