২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতের ভিসা পেতে জতিলতায় পড়ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। সহযোগী পাঁচ দেশের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের পর এখনোও ভারতের ভিসা পাননি ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ। এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, কেউ অন্য দেশের নাগরিক হলেও যদি তিনি নিজে বা তার বাবা-মা কিংবা দাদা-দাদি পাকিস্তানে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তাকে পাকিস্তানি পাসপোর্টে ভিসার আবেদন করতে হয়।
এতে যাচাই-বাছাইয়ের সময় দীর্ঘ হয় এবং অনেক ক্ষেত্রে ভিসা অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়ে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রশিদ ও রেহানের ভিসায় আপত্তি না থাকার আশ্বাস দিলেও, সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দ্রুত সমাধানের জন্য যুক্তরাজ্য সরকারের সহায়তাও নেওয়া হয়েছে।
বর্তমানে রশিদ দক্ষিণ আফ্রিকায় এসএ২০ লিগে, আর রেহান অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলছেন। ভিসা পেলে সরাসরি শ্রীলঙ্কা বা ভারতে দলের সঙ্গে যোগ দেবেন তারা।
ইসিবি আশাবাদী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই রশিদ ও রেহান ভিসা পেয়ে যাবেন।
দুই বছর আগে শোয়েব বশির ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি ভিসা জটিলতায়। একই ধরনের সমস্যায় পড়েছিলেন সাকিব মাহমুদও।
এমআর/এসএন