নতুন বছর শুরু হতেই শোকস্তব্ধ টলিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। পরিবারে সবচেয়ে বড় সমর্থন সিস্টেম, তাঁর মা, আচমকাই না ফেরার দেশে চলে গেছেন। বৃহস্পতিবার ভোরবেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চনা বলেন, “গতকাল রাত পর্যন্ত আমরা অনেক গল্প করছিলাম। সব ঠিক ছিল। হঠাৎ এইরকম হবে ভাবতেই পারিনি। ভোরবেলায় মা কেমন করছিল, শরীর ভারী হয়ে গিয়েছিল তাড়াতাড়ি হাসপাতালে নিলে শেষ রক্ষা হয়নি। বাড়িতেই সব শেষ হয়ে গিয়েছিল।”
তিনি আরও যোগ করেন, “গতকাল মাকে জিজ্ঞেস করছিলাম, ছবির প্রমোশনে কি পরব। মা বলেছিলেন, তাড়াহুড়ো করা ঠিক হবে না। এত সহজে সব শেষ হয়ে যাবে ভাবতেই পারছি না। মা ছাড়া আমার জীবন শূন্য।”
মৃত্যুকালে তাঁর মায়ের বয়স হয়েছিল ৭২ বছর। ২০১৪ সালে বাবাকে হারানোর পর এবার মা চলে যাওয়ায় কাঞ্চনা সম্পূর্ণ একা হয়ে গেলেন। তবে সব শোকের মাঝেও তিনি দ্রুত কাজে ফিরতে চান। বর্তমানে বড়পর্দার পাশাপাশি ‘মন দরদিয়া’ ধারাবাহিকেও অভিনয় করছেন। খুব শিগগিরিই মুক্তি পাবে ‘কপাল ২’, যার প্রমোশনে তিনি গত বছর নজর কেড়েছিলেন।
কাঞ্চনার এই মর্মস্পর্শী বক্তব্য এবং মা-ছাত্রীর অন্তরঙ্গ স্মৃতিচারণ দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।
পিআর/এসএন