দক্ষিণী সিনেমার আলোড়ন এবার আরও শক্তিশালী হতে চলেছে। আল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’ এখন আনুষ্ঠানিকভাবে প্রি-প্রোডাকশনে প্রবেশ করেছে। হায়দ্রাবাদে বিশেষ অফিস স্পেস তৈরি করা হয়েছে, যেখানে গল্পের আলোচনায় বসে স্ক্রিপ্টের ভিত্তি তৈরির কাজ শুরু হয়েছে।
পরিচালক সুকুমার এবং তাঁর টিম এই প্রসঙ্গে জানান, ‘পুষ্পা’ ইউনিভার্স আরও বিস্তৃত করার পরিকল্পনা চলছে। ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘পুষ্পা: দ্য রুল’-এর বিশাল সাফল্যের পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অংশের জন্য।
সিনেমার প্রাথমিক প্রস্তুতি এবং স্ক্রিপ্টের কাজ দেখাচ্ছে, আগামী সময়ে ভক্তদের জন্য আরও একটি দারুণ মহাসিনেমা আসতে চলেছে। প্রত্যাশা ইতিমধ্যেই আকাশছোঁয়া, এবং নির্মাতারা প্রতিশ্রুতি দিচ্ছেন একটি মার্জিত, অ্যাকশন-ভরা গল্প যা দর্শকরা মিস করতে পারবেন না।
পিআর/এসএন