নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ: রেজাউল করিম

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ড. রেজাউল করিম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জুলাইয়ের বীর শহীদ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারাদেশের এসব ঘটনা এবং লক্ষ্মীপুরের ঘটনাগুলো খুবই স্পষ্ট, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। যারা এগুলো করছেন, তারা কি নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে হোক এটা চান কিনা?

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বটগাছতল এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি দলের পক্ষ থেকে জামায়াতের প্রচারণায় বাঁধা দিচ্ছে। দুই-একটি জায়গায় পুলিশ প্রশাসন গিয়ে খোঁজ খবর নিলেও যথাযথ ব্যবস্থা নেননি। আমরা নির্বাচন কমিশনে অনেকগুলো অভিযোগ দিয়ে রেখেছি। আরপিওতে হুমকি-ধামকি দেওয়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। চরশাহীতে হামলার ঘটনা ন্যক্কারজনক ছিল।

তিনি বলেন, নারীকর্মীদের দলীয় সভা ছিল, সেখানে তারা এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। পুরুষকর্মীরা বিষয়টি সমাধান করে। তারা নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে তাদের ওপর হামলা করা হয়। যে ব্যক্তি হামলা করেছে, সে ব্যক্তিই আবার হাসপাতালে শুয়ে আছে। এ জাতীয় ঘটনা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা।

ড. রেজাউল বলেন, প্রশাসনকে কখনো কখনো একপাক্ষিক নীতি অবলম্বন করতে দেখছি। ‌‘একপক্ষ মামলা দিতে গেলে, আরেক পক্ষ মামলা দিবে, নিজেরা সমঝোতা করুন’-এ ধরনের কথা বলে। এ ধরনের কথা বলা উচিত নয়। বৃহস্পতিবারের ঘটনায় আমরা আক্রান্ত-রক্তাক্ত। আমাদের যুব বিভাগের সভাপতি মাহবুব, তাকে জবাই করতে বলা হয়েছে। তারা আমাদের নারী কর্মীদের টার্গেট করছে। প্রশাসনের পক্ষ থেকে অরাজনৈতিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি।

তিনি বলেন, আমরা রাতেই এজাহার দায়ের করেছি, প্রশাসন এখনো মামলা গ্রহণ করেনি। তাহলে কি প্রশাসন নিরপেক্ষতা হারাতে বসেছে? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অবশ্যই তাদের গ্রেপ্তার করতে হবে।

এসময় লিখিত বক্তব্য দেন জামায়াতের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন ৷

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, হেজবুল্লা নামে জামায়াতের একজন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াতের মারামারির ঘটনায় উভয়দলের ১০ জন আহত হয়েছে। এ নিয়ে সদর হাসপাতালে ভর্তি আহতদের দেখতে আসা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে হাসপাতালসহ শহরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলেন।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইউরোপে পরমাণু হামলার সময়সীমা নিয়ে পুতিনের সাবেক উপদেষ্টার মন্তব্য Jan 16, 2026
img
তোপের মুখে ইনস্টাগ্রাম বন্ধ করে দিলেন ‘টক্সিক’ এর সেই নায়িকা Jan 16, 2026
img
'ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে' Jan 16, 2026
img
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু Jan 16, 2026
img
এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ, মানতে হবে গুরুত্বপূর্ণ ১৩ নির্দেশনা Jan 16, 2026
নাচে গানে ভরপুর পূজা চেরির ‘ভাইরাল’ গায়ে হলুদ! Jan 16, 2026
‘এক দিন’ সিনেমায় জুটি বাঁধলেন আমিরপুত্র জুনাইদ ও সাই পল্লবী Jan 16, 2026
img
বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত হওয়া প্রয়োজন: চিকিৎসক দলের প্রধান Jan 16, 2026
img
ইরান ইস্যুতে পেজেশকিয়ান-নেতানিয়াহুর সঙ্গে পুতিনের ফোনালাপ Jan 16, 2026
img
ভারত ম্যাচ দিয়ে শুরু যুবাদের বিশ্বকাপ Jan 16, 2026
img
অনিয়ম ঠেকাতে প্রবাসী ভোটারদের সময়মতো ভোট নিশ্চিত করতে বিএনপির আহ্বান Jan 16, 2026
img
অভিনয়ের স্বপ্নে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখকন্যা সুহানা খান Jan 16, 2026
img
২০২৬-এ নতুন রূপে পর্দা মাতাতে প্রস্তুত মৌনী রায়! Jan 16, 2026
img
রাজনীতির ময়দানে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ Jan 16, 2026
img
নির্বাচনী ইশতেহার ঘোষণা আমার মা ফাউন্ডেশনের Jan 16, 2026
img
বাংলাদেশ থেকে মাংস ও ডিম আমদানির নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত Jan 16, 2026
img
নির্বাচন কমিশনের সামনে বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে রিটকারীর ওপর হামলা Jan 16, 2026
img
গ্রিনল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইউরোপ Jan 16, 2026
img
বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার Jan 16, 2026
img
জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করল ইসলামী আন্দোলন Jan 16, 2026