অভিনয় থেকে দূরে থাকলেও ব্যবসায় মনোযোগী অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী নন্দ। ভারতের আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ শেষ করা নব্যা শৈশব থেকেই ব্যবসা ক্ষেত্রে নিজের আগ্রহকে অগ্রাধিকার দিয়েছেন। অভিনেতার পরিবারের সদস্য হলেও তিনি রুপোলি জগত থেকে নিজেকে দূরে রেখেছেন।
সম্প্রতি নব্যা তার আইআইএম জীবনের কিছু স্মৃতি ভাগ করেছেন। কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্লাসরুমে আলোচনায় অংশ নেওয়া, এবং রুটি, ডাল, ভাত, নানা ধরনের সব্জি ও লস্যি খাওয়ার মুহূর্তগুলো তার প্রিয় সময়ের অংশ ছিল। নব্যা লিখেছেন, “সবচেয়ে হাসিখুশি মানুষদের সঙ্গে সবচেয়ে সুখের সময়।”
এক সাক্ষাৎকারে নব্যা জানালেন, কেন তিনি কখনও অভিনয়ে আসতে চাননি। তিনি বলেন, “আমার আগ্রহ নেই। যদিও যে কোনো হিন্দি গানের নাচের স্টেপ আমার মুখস্থ।” তিনি আরও জানিয়েছেন, শৈশব থেকেই তিনি বাবার কাজের প্রতি উৎসাহী ছিলেন। “অভিনয় পেশার প্রতি যথেষ্ট সম্মান রেখেও আমি কখনও অভিনেত্রী হব না। যে বিষয়ে আমি ১০০ শতাংশ আগ্রহী নই, সেই কাজ করা অনুচিত। বাবা-মা আমাকে এই শিক্ষাই দিয়েছেন এবং আমি তা মেনে চলছি।”
নব্যা নবেলী নন্দের এই মনোভাব এবং ব্যবসায়িক আগ্রহ তাকে শুধু অভিনয় জগৎ থেকে আলাদা করেছে না, বরং তাকে নিজস্ব পথ গড়ে তোলার সুযোগ দিয়েছে।
এমকে/টিএ