শীতে এক অপ্রত্যাশিত বিতর্কে ফেঁসে গেছেন পঞ্জাবি গায়ক হানি সিং। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে তিনি যা বললেন, তা দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
উক্ত অনুষ্ঠানে হানি সিং বলেন, ‘‘ঠান্ডা পড়েছে। গাড়িতে যৌনতা উপভোগ করো। তবে কন্ডোম ব্যবহার করতে ভুলো না।’’ এর পরিপ্রেক্ষিতে অনেকেই তার মন্তব্যকে অশোভন বলে মনে করেন।
ঘটনার পর, বৃহস্পতিবার রাতেই হানি সিং একটি ভিডিয়োবার্তায় ক্ষমা চেয়েছেন। তিনি জানান, মূল উদ্দেশ্য ছিল চিকিৎসকের পরামর্শ এই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ‘‘অনুষ্ঠানের দুই দিন আগে কিছু চিকিৎসকের সঙ্গে আলোচনা করছিলাম। জানতে পারলাম, অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণে এই প্রজন্ম তুলনায় অনেক বেশি যৌনরোগে আক্রান্ত হচ্ছে। তাই আমি এই বার্তা দেবার সিদ্ধান্ত নিলাম,’’ বলেন গায়ক।
হানি সিং আরও বলেন, ‘‘আমি চাইছিলাম এই প্রজন্মের ভাষায় সচেতনতা তৈরি করতে। কিন্তু যে ভাষা আমি ব্যবহার করেছি, তা অন্যদের পক্ষে ঠিকভাবে বোঝা যায়নি। এ ভুল থেকে শিক্ষা নিয়েছি। ভবিষ্যতে কিছু বলার আগে আরও সংযত থাকব।’’
গায়ের এই মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যেও হানি সিং এর লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি, যা সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
পিআর/এসএন