ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথম দিনই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আজ খেলতে নেমেছে আরও ৬টি দল। বাংলাদেশের যুবাদের মিশন শুরু হবে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
যৌথভাবে দুই দেশে (জিম্বাবুয়ে ও নামিবিয়া) অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের সব কটি ম্যাচ জিম্বাবুয়ের মাটিতে। প্রথম ম্যাচে আগামীকাল বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভারতের মুখোমুখি হবে তারা। ভারত যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করেছে।
ভারত প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চসংখ্যক শিরোপা জেতা দল। আগের ১৫ আসরের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার, সর্বশেষ শিরোপা এসেছে ২০২২ সালে। অন্যদিকে বাংলাদেশ শিরোপা জিতেছে একবার। ২০২০ সালের ওই আসরে আবার হারিয়েছিল ভারতকে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র ছাড়াও আছে নিউজিল্যান্ড। ২০ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বুলাওয়েতে হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষেরটি হবে হারারেতে।
বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি দেখা যাবে র্যাবিটহোলে। তাছাড়াও ভারতীয় স্পোর্টসভিত্তিক চ্যানেল স্টার স্পোর্টস খেলাগুলো সম্প্রচার করবে। গতকাল এক বিবৃতি দিয়ে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। স্টার স্পোর্টস খেলা দেখাবে ভারত, শ্রীলঙ্কা ও নেপালেও।
মধ্যপ্রাচ্যে থাকা দর্শকরা খেলা দেখতে পারবেন ক্রিকলাইফে। কানাডা ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, প্যাসিফিক আইল্যান্ড, ক্যারিবীয়ান ও দক্ষিণ আমেরিকা, সাব-সাহারান আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান থেকে খেলা দেখা যাবে যথাক্রমে উইলোটিভি, স্কাই স্পোর্টস, অ্যামাজন প্রাইম, পিএনজি ডিজিসেল, ইএসপিএন, সুপার স্পোর্ট, পিটিভি ও লেমার টিভিতে।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।