প্লে-অফ নিশ্চিত করায় অনেকটাই নির্ভার দুদল। তবে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিতে কেউ কাউকে সহজে ছাড় দিতে চাইবে না।
প্রথম দেখায় সিলেটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল রাজশাহী।
মিরপুরে শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট এক পরিবর্তন আর রাজশাহী দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় দলের টেবিলে দুইয়ে অবস্থান করছে রাজশাহী। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরে অবস্থান সিলেটের। ইতোমধ্যে দুদলই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। লড়াইটা এখন প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার।
সিলেট পর্বে প্রথম দেখায় ঘরের মাঠে রাজশাহীর বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচটি তাই তাদের জন্য প্রতিশোধেরও। এমন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট। দলে আনা হয়েছে এক পরিবর্তন। আরিফুল হকের জায়গায় ফিরেছেন মমিনুল হক।
অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল। একাদশে ফিরেছেন আকবর আলী ও সাহিবজাদা ফারহান।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আকবর আলী, জেমস নিশাম, রায়ান বার্ল, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও মোহাম্মদ রুবেল।
সিলেট টাইটান্স একাদশ: তাওফিক, পারভেজ হোসেন ইমন, মমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, মঈন আলী, মেহেদী হাসান মিরাজ, নাথান ব্রুকস, নাসুম আহমেদ, রুয়েল মিয়া, ইরশাদ ও শহিদুল ইসলাম।
এসকে/টিকে