খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না: বাসুদেব ধর

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। তিনি বলেন, ইতিহাসে খালেদা জিয়া আজ এক মৃত্যুঞ্জয়ীর নাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দর্শক সারিতে উপস্থিত ছিলেন।

বাসুদেব ধর বলেন, প্রয়াত এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আগামী দিনের রাষ্ট্রনায়কসহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই শোক শুধু ব্যক্তির নয়, গোটা জাতির এবং ইতোমধ্যেই আমরা তা লক্ষ্য করেছি। বিশ্বের ইতিহাসে আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস দেখি বা আগামী দিনে দেখব- তাতে বাংলাদেশ অধ্যায় বেগম খালেদা জিয়া ছাড়া সম্পন্ন হবে না। এটা ইতিহাস প্রমাণ করেছে।

তিনি বলেন, আমরা গণতান্ত্রিক সংগ্রামে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়াকে রাজপথে দেখেছি এবং সে রাজপথে আমরাও ছিলাম। সমঅধিকারের দাবি নিয়ে আমরা সোচ্চার ছিলাম, সেখানে তার সহানুভূতি পেয়েছি। বিএনপির পক্ষ থেকে তিনি বারবার আমাদের পাশে দাঁড়িয়েছেন। যেখানেই অধিকার খর্ব হয়েছে, সেখানেই আমরা তার সরব উপস্থিতি লক্ষ করেছি।

তিনি আরও বলেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, তবে যে মৃত্যু মানুষকে মৃত্যুঞ্জয়ী এবং আরও প্রতিবাদী হওয়ার প্রেরণা জোগায়, তারা ইতিহাসে স্থান করে নেন। বেগম খালেদা জিয়া এ রকম একটি নাম।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, এই নাগরিক শোকসভায় হয়তো বিভিন্ন মতের লোক রয়েছেন। আজকে আমরা এক নতুন পরিস্থিতিতে শুধু একটি কথাই আপনাদের কাছে নিবেদন করতে চাই- এবারের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটা যেন আমরা হাতছাড়া না করি এবং এটাই হবে বেগম জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের একটি নাগরিকও যাতে ধর্ম বা অন্য কোনো কারণে নিগৃত না হয়, এই নতুন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে যদি তা নিশ্চিত হয়- আমি মনে করি, সেটাই হবে মরহুমার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন।

বাসুদেব ধর বলেন, আমি মনে করি, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বার্তা ছড়িয়ে পড়বে যে, আগামী দিনে আমরা এক নতুন ইতিহাস গড়ব। সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা হয়তো বিভিন্নভাবে কাজ করছি। কিন্তু এই প্রতিশ্রুতিটা চাই যে, এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার এবং বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি, অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তবেই হবে এই রাজনীতিবিদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন।

তিনি বলেন, আগামী দিনে নির্বাচন আছে, রাজনীতি আছে। সব ক্ষেত্রে সব মানুষের অধিকার যেন নিশ্চিত হয়- সেটা রাজনীতি হোক, সংবিধান হোক এবং সমাজের বিভিন্ন স্তরে যেন কোনো বৈষম্য না থাকে- সেটা সুনিশ্চিত করতে হবে। কারণ, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে একটা অবস্থানে এসেছি। কিন্তু আমরা সেটা বাস্তবক্ষেত্রে দেখতে চাই, বৈষম্য থেকে মুক্তি চাই। যে মৃত্যুঞ্জয়ী স্বপ্ন খালেদা জিয়া আমাদের দেখিয়েছেন- সেটা সার্থক হোক, সফল হোক। আমরা যেন প্রত্যেকেই এক একজন খালেদা জিয়া হতে পারি, এই শোকসভায় আমি সে কামনাই করি।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে: নুরুদ্দিন অপু Jan 17, 2026
img
ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি প্রকল্প বন্ধের আহ্বান ইইউ Jan 17, 2026
img
পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ Jan 17, 2026
img
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা Jan 17, 2026
img
রংপুরকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ঢাকা Jan 17, 2026
img
বক্স অফিসে বিপর্যয়ের মুখে প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ Jan 17, 2026
img
পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল এক পরিবারের ১৪ জনের Jan 17, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Jan 17, 2026
img
সংবিধান বিকৃতি রোধে আমরা চাই একটি স্থায়ী পরিবর্তন: পার্বত্য উপদেষ্টা Jan 17, 2026
img
গরম খাবার লেবু দিয়ে খেলে কী হয়? Jan 17, 2026
img
আজ জরুরি বৈঠকে বসবে জামায়াত Jan 17, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কত? Jan 17, 2026
img
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ Jan 17, 2026
img
বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণোয়ী Jan 17, 2026
img
প্রভাস, রণবীর ও আল্লু অর্জুনের সাথে সন্দীপ রেড্ডির ব্লকবাস্টার প্ল্যান Jan 17, 2026
img
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিনকে শোকজ Jan 17, 2026
img
চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কী ভালো? Jan 17, 2026
img
১৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 17, 2026
img
খালেদা জিয়ার রাজনীতির লক্ষ্যই ছিল সবার আগে বাংলাদেশ: ফয়সল চৌধুরী Jan 17, 2026
img
ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে! Jan 17, 2026