ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে!

হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়ে উঠতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বদলি হিসেবে নেমে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে অবশ্য দলের হার ঠেকাতে পারেননি তিনি। বার্সেলোনার কাছে সেই হারের পর বিদায় নিয়েছেন কোচ শাবি আলনসো। স্প্যানিশ এই কোচের বিদায়ের দায়ও কিছুটা হলেও এই ফরাসির কাঁধে চেপেছে।

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে হারের পর বোধোদয় হয়েছে এমবাপ্পের। হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আর মাঠে ফিরতে চান না বলে জোর দিচ্ছেন তিনি। ফলে এই শনিবার (১৭ জানুয়ারি) লা লিগায় লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে রিয়ালের ম্যাচে ফ্রান্সের এই তারকার অনুপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ২৭ বছর বয়সী এমবাপ্পে ২০২৬ সালে নিজের প্রথম ম্যাচ খেলতে চোটের ঝুঁকি নিয়েই সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছিলেন। তবে সামনে এগোতে গিয়ে নিজের ফিটনেস নিয়ে আর কোনো ‘ঝুঁকি’ নিতে চান না।

ফরাসি দৈনিক ল’ইকিপ–এর প্রতিবেদনে বলা হয়েছে, লেভান্তের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে ‘সম্ভবত খেলবেন না’ এবং এরপর চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা ‘অনিশ্চিত’। বাম হাঁটুত পুরোপুরি ‘অস্বস্তি’ না কাটানো পর্যন্ত তিনি মাঠে ফিরতে চান না। সেটি খুব বেশি দূরে নয় বলে মনে করা হলেও আপাতত লস ব্লাঙ্কোদের তাদের শীর্ষ গোলস্কোরারকে ছাড়া খেলতে হতে পারে।



ডিসেম্বর ৩১ তারিখে এমবাপ্পের হাঁটুর এমআরআই স্ক্যান করা হয়েছিল। এরপর চিকিৎসকদের পরামর্শ দেওয়া বিশ্রামের সময় প্রায় অর্ধেকে নামিয়ে এনে তিনি ১১ দিন পরই সুপারকোপা ফাইনালে খেলেন। সেই ম্যাচে বার্সেলোনার কাছে হারটাই ছিল সাবেক কোচ জাবি আলোনসোর বিদায়ের শেষ ধাক্কা। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনেও শুরুটা ভালো হয়নি। বুধবার (১৪ জানুয়ারি) কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩–২ গোলে হেরে গেছে রিয়াল, যেখানে এমবাপ্পে স্কোয়াডেই ছিলেন না।

তবে সুপার কাপের ফাইনালে খেলার সিদ্ধান্ত নিয়ে এমবাপ্পের ‘কোনো আফসোস নেই’, কারণ ম্যাচটির গুরুত্ব ছিল বিশাল। কিন্তু সামনে গুরুত্বপূর্ণ বসন্তকাল আসছে, বিশেষ করে গ্রীষ্মে ফ্রান্সের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তিনি আর ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে চান না।

যদিও খবর রয়েছে যে এমবাপ্পে লেভান্তের বিপক্ষে ফিট নন, তবু কোচ আরবেলোয়া তার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে তারকা ফরোয়ার্ড অন্তত স্কোয়াডে থাকবেন।

আরবেলোয়া বলেন, ‘ওর অবস্থা ভালো, আর ও স্কোয়াডে থাকবে।’

সংবাদ সম্মেলনে আরবেলোয়া আরও বলেন, ‘আমি চারপাশে কী বলা হচ্ছে, সে বিষয়ে অজ্ঞ নই। আর যদি কেউ মনে করেন আমার কথাগুলো শাবির সমালোচনা, তাহলে তারা ভুল করবেন। আলবাসেতে যা হয়েছে, তা ছিল আইডিয়ার ঘাটতি, খেলায় ঘাটতি, ফিটনেসে ঘাটতি বা অন্য অনেক কিছু, যার দায় আমার। এখানে একজনই দায়ী থাকবে, আর সে হলো রিয়াল মাদ্রিদের কোচ। আন্তোনিও পিন্তুসের সঙ্গে আমরা খেলোয়াড়দের সব দিক থেকে সেরা অবস্থায় ফেরাতে কাজ করব।’

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনের কথা সত্য হলে, লেভান্তের বিপক্ষে এমবাপ্পেকে খেলালে তা হবে খেলোয়াড়ের নিজের ইচ্ছার বিরুদ্ধে।

এমবাপ্পে নিজেও মনে করেন, পুনর্বাসনের সময় কমিয়ে মাঠে ফেরা ‘সেরা সিদ্ধান্ত ছিল না’। তাই তিনি নিজের অবস্থার ওপর নজর রাখবেন এবং তারপরই মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

হাঁটুর চোটে কোনো জটিলতা না হলে, চলতি মাস শেষ হওয়ার আগেই এমবাপ্পেকে আবার মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে তার সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচ রয়েছে, এরপর জানুয়ারির শেষদিকে ভিয়ারিয়াল ও বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রিয়ালের ব্যস্ত মাস।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে: নুরুদ্দিন অপু Jan 17, 2026
img
ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি প্রকল্প বন্ধের আহ্বান ইইউ Jan 17, 2026
img
পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ Jan 17, 2026
img
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা Jan 17, 2026
img
রংপুরকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ঢাকা Jan 17, 2026
img
বক্স অফিসে বিপর্যয়ের মুখে প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ Jan 17, 2026
img
পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল এক পরিবারের ১৪ জনের Jan 17, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Jan 17, 2026
img
সংবিধান বিকৃতি রোধে আমরা চাই একটি স্থায়ী পরিবর্তন: পার্বত্য উপদেষ্টা Jan 17, 2026
img
গরম খাবার লেবু দিয়ে খেলে কী হয়? Jan 17, 2026
img
আজ জরুরি বৈঠকে বসবে জামায়াত Jan 17, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কত? Jan 17, 2026
img
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ Jan 17, 2026
img
বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণোয়ী Jan 17, 2026
img
প্রভাস, রণবীর ও আল্লু অর্জুনের সাথে সন্দীপ রেড্ডির ব্লকবাস্টার প্ল্যান Jan 17, 2026
img
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিনকে শোকজ Jan 17, 2026
img
চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কী ভালো? Jan 17, 2026
img
১৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 17, 2026
img
খালেদা জিয়ার রাজনীতির লক্ষ্যই ছিল সবার আগে বাংলাদেশ: ফয়সল চৌধুরী Jan 17, 2026
img
ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে! Jan 17, 2026