হ্যারি স্টাইলস তার চতুর্থ একক স্টুডিও অ্যালবাম ‘কিস অল দ্য টাইম’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ডিস্কো ঘরানার এই অ্যালবামটি চলতি বছরের মার্চ মাসে প্রকাশ পাবে বলে জানা গেছে। একক শিল্পী হিসেবে সংগীত জগতে পথচলা শুরু করার প্রায় এক দশক পরও থেমে নেই স্টাইলসের সৃজনশীল বিকাশ।
নতুন অ্যালবামের ঘোষণার পর স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে- এই অ্যালবামে কী ধরনের গান থাকছে এবং আগের কাজগুলোর থেকে এটি কতটা আলাদা হবে।
‘অ্যাডোর ইউ’ ও ‘ওয়াটারমেলন সুগার’-এর মতো জনপ্রিয় গান দিয়ে তিনি নিজেকে পপ সংগীতের শীর্ষ সারিতে প্রতিষ্ঠিত করেছেন। তবে তার একক ক্যারিয়ারের শুরুর দিকের গানগুলোতে ভিন্ন এক হ্যারি স্টাইলসকে দেখা যায়।
বয় ব্যান্ডের ছক ভেঙে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর তিনি লোক ও রক ঘরানার সংগীতে ঝুঁকেছিলেন। নিজের পছন্দের সংগীতকে স্বাধীনভাবে তুলে ধরার সুযোগে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন।
সেই সময়কার একটি উল্লেখযোগ্য গান হলো ‘টু ঘোস্টস’। ২০১৭ সালে প্রকাশিত তার স্ব-শিরোনামের প্রথম অ্যালবামের চতুর্থ ট্র্যাক ‘টু ঘোস্টস’ একটি ফোক-রক ব্যালাড, যেখানে কান্ট্রি সংগীতের ছোঁয়া রয়েছে। গানটি কিংবদন্তি শিল্পী জর্জ হ্যারিসনের ফোক-রক কাজ, বিশেষ করে অল থিংস মাস্ট পাস গান থেকে অনুপ্রাণিত।
সূত্র: কলিডার
এমআর/টিএ