বলিউডে তারকাখচিত চমক আর বড় বাজেটের ঝলকানির বাইরে দাঁড়িয়েও যে অভিনয়ের জোরে স্থায়ী ছাপ রাখা যায়, তার উজ্জ্বল উদাহরণ রসিকা দুগ্গল। ১৭ জানুয়ারি একচল্লিশে পা দিলেন এই অভিনেত্রী, যাঁর যাত্রাপথ কখনোই গ্ল্যামারের আলোয় মোড়া ছিল না, তবু প্রতিটি চরিত্রে গভীরতা আর সংযমের ছাপ রেখে তিনি নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। মান্টো ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে কাজ করে প্রথম বড় নজর কাড়েন তিনি, এরপর একের পর এক শক্তিশালী চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন বারবার।
ওয়েব দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয় মির্জাপুর সিরিজে বীণা ত্রিপাঠীর চরিত্রে, যেখানে ক্ষমতা, কৌশল আর আবেগের সূক্ষ্ম মিশেল তুলে ধরেন রসিকা। একইভাবে দিল্লির অপরাধ ধারাবাহিকে নীতি সিংহের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসার জোয়ার তোলে, যেটি তাঁকে আরও বিস্তৃত দর্শকমহলের কাছে পৌঁছে দেয়। বড় প্রযোজনা সংস্থার বাণিজ্যিক ছবিতে সেভাবে দেখা না গেলেও, অর্থবহ চরিত্র বেছে নেওয়ার সিদ্ধান্তেই তিনি নিজের ভিত মজবুত করেছেন।
আনুমানিক হিসাব বলছে, বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ আঠারো থেকে বাইশ কোটি টাকার মধ্যে, যার বড় অংশই এসেছে ওয়েব মঞ্চের কাজ থেকে। দিল্লির অপরাধের তৃতীয় পর্বে তিনি প্রতি পর্বে চার থেকে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন, আর মির্জাপুরে প্রতি পর্বে পেয়েছেন প্রায় দুই লক্ষ টাকা। মেড ইন হেভেন, আউট অফ লাভ, অধুরা, শেখর হোমের মতো ধারাবাহিকে কাজ করে তিনি ধারাবাহিকভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন, আর হামিদ ছবিতে মায়ের চরিত্রে তাঁর অভিনয় আজও আলোচিত।
দুই হাজার সাত সালে আনোয়ার ছবি দিয়ে পর্দায় পা রাখা রসিকা ইতিমধ্যেই প্রায় পনেরোটি ছবিতে কাজ করেছেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই অভিনেত্রী বর্তমানে মুম্বইয়ের এক বিলাসবহুল আবাসনে স্বামী মুকুল চড্ঢার সঙ্গে থাকেন। গুঞ্জন বা বিতর্ক নয়, বরং বারবার অভিনয়ের গুণেই তিনি খবরের শিরোনামে থেকেছেন, আর জন্মদিনের এই মুহূর্তেও সেই সম্মানই তাঁর সবচেয়ে বড় অর্জন।
পিআর/টিএ