ইরানের বিক্ষোভে প্রানহানীর সংখ্যা ৩ হাজারের বেশি, দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার

ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, তারা মোট ৩ হাজার ৯০ জনের মৃত্যু নিশ্চিত করেছে, যার মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী। সংস্থাটি জানায়, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানের ফলে আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমে আরো গ্রেপ্তারের খবর প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা তেহরানের কয়েকজন বাসিন্দা জানান, গত চার দিন ধরে রাজধানী তুলনামূলকভাবে শান্ত রয়েছে। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বড় কোনো বিক্ষোভ হয়নি। নিরাপত্তাজনিত কারণে তারা পরিচয় প্রকাশ করতে চাননি। কাস্পিয়ান সাগরসংলগ্ন উত্তরাঞ্চলের এক শহরের বাসিন্দাও জানান, সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা ব্যাপক আন্দোলনে রূপ নেয় এবং ইসলামি প্রজাতন্ত্রে ধর্মীয় শাসনের অবসানের দাবিও ওঠে। গত সপ্তাহের শেষ দিকে সহিংসতা চরম আকার ধারণ করে। বিরোধী দল ও এক ইরানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা।

এদিকে প্রায় ৮ দিন বা ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর ইরানে ইন্টারনেট সংযোগে সামান্য উন্নতি দেখা গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, সংযোগ স্বাভাবিক সময়ের মাত্র ২ শতাংশ পর্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা ইরান বাতিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘নির্ধারিত সব ফাঁসি বাতিল করা হয়েছে।’

তবে ইরান সরকার এ ধরনের কোনো মৃত্যুদণ্ডের পরিকল্পনা বা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ইরান থেকে ফিরে আসা ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা জানান, তারা সেখানে অবস্থানকালে মূলত আবাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের মেডিকেল শিক্ষার্থী জেড সাইয়েদা বলেন, ‘আমরা শুধু সহিংস বিক্ষোভের গল্পই শুনেছি। একবার একজন জ্বলন্ত লাঠি হাতে আমাদের গাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : রয়টার্স

এমকে/টিএ 

Share this news on:

সর্বশেষ

সত্যি কি ১৪ ফেব্রুয়ারি ম্রুণাল ঠাকুর ও ধানুশের বিয়ে? Jan 17, 2026
রমজানের জন্য যেভাবে প্রস্তুতি নিবেন | ইসলামিক টিপস Jan 17, 2026
বিশ্বজুড়ে শুল্ক এর হুমকি দিয়ে গ্রিনল্যান্ড চায় ট্রাম্প Jan 17, 2026
যেকারণে রমজান মাসের এত দাম | ইসলামিক জ্ঞান Jan 17, 2026
img
বিজেপির কারণেই কী কাজ হারাচ্ছেন এ আর রহমান! Jan 17, 2026
img
জুলাইয়ের চেতনার নামে যা দেখেছি, তা নজিরবিহীন: হাসান হাফিজ Jan 17, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৪,৫০০ মামলা Jan 17, 2026
img
খালেদা জিয়া গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক ছিলেন : মঈন খান Jan 17, 2026
img
জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান Jan 17, 2026
img
জিমে না গিয়েও ফিটনেস আইকন মিলিন্দ সোমান, সুস্থ থাকার জন্য দরকার ‘তাগিদ বা ইচ্ছে’ Jan 17, 2026
img
এ আর রহমানের মন্তব্যে ঘিরে বিতর্ক, মুখ খুললেন শান Jan 17, 2026
img
মালান-হৃদয়ের হাফসেঞ্চুরিতেও দুইশ’র আগে থামল রংপুর Jan 17, 2026
img
‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারেন শাহরুখ! Jan 17, 2026
img
এলপি গ্যাসের সাশ্রয়ী বিকল্প : কেন কিনবেন ইন্ডাকশন চুলা? Jan 17, 2026
img
আন্তর্জাতিক ফুটবলে মেসি ও রোনালদোকে পেছনে ফেললেন সালাহ Jan 17, 2026
img
বিয়ের অনুষ্ঠানে গাইতে কত টাকা নেন রাহাত ফতেহ আলী খান? Jan 17, 2026
img
গ্রামীণ আবহে কার গায়ে হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি? Jan 17, 2026
img
ছোটপর্দায় এবার ‘মা’-এর চরিত্রে অভিনেত্রী ঊষসী! Jan 17, 2026
img
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু Jan 17, 2026
img
দিশা-তলবিন্দরকে কটাক্ষ করেই হঠাৎ কেন পিছু হটলেন সনী? Jan 17, 2026