ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ হানি বাফনা দীর্ঘদিন ধরে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ঘরের মানুষ হয়ে উঠেছেন। ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গয়না গিন্নি’ থেকে শুরু করে বর্তমানে ‘শুভ বিবাহ’— প্রতিটি চরিত্রে তার অভিনয় দর্শকপ্রিয়তা বাড়িয়েছে।
তবে এবার হানি টেলিভিশনের গণ্ডি পেরিয়ে একেবারে নতুন জার্নিতে পা রাখছেন। জানা গেছে, জনপ্রিয় ভৌতিক ওয়েব সিরিজ ‘নিকষছায়া ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বইছে।
অনেকেই জল্পনা শুরু করেছেন তাহলে কি ‘শুভ বিবাহ’ ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন হানি? তবে ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, তিনি ধারাবাহিক ছাড়ছেন না। বরং সিরিজের শুটিংয়ের পাশাপাশি ওয়েব সিরিজের কাজও সামলাবেন। অর্থাৎ ছোটপর্দা ও ওটিটিতে একসঙ্গে দেখা যাবে তাকে।
‘নিকষছায়া ২’-এর পোস্টার ও ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সিরিজে চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের সঙ্গে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু এবং অর্ণ মুখোপাধ্যায়।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পর্ণশবরীর শাপ’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার রেশ ধরেই ২০২৫ সালে নতুন মোড়কে ফিরছে ‘নিকষছায়া ২’। সিরিজে চিরঞ্জিত চক্রবর্তীর ভৌতিক উপস্থিতি এবং অনুজয় চট্টোপাধ্যায়ের চরিত্র দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। আর তার মাঝেই হানির ওয়েব ডেবিউ এই সিরিজে নতুন আকর্ষণ হিসেবে যোগ করছে।
সব মিলিয়ে বলা যায়, ছোটপর্দার সফল জার্নির পর এবার ওটিটিতেও নিজের ছাপ রাখতে প্রস্তুত হানি বাফনা।
এমকে/টিএ