অভ্যন্তরীণ সূত্রের খবর সত্যি হলে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার অনুরাগীদের জন্য অপেক্ষা করছে বিশেষ চমক। জানা গেছে, তার জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র ভ্যান-এর নতুন পোস্টার প্রকাশ করতে যাচ্ছে নির্মাতা পক্ষ। সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিন ১৬ জানুয়ারি, আর এই দিনটিকেই কেন্দ্র করে ছবিটির প্রচারণায় নতুন গতি আনার পরিকল্পনা করা হয়েছে।
নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা ভ্যান সিনেমাটি আবারও দর্শকদের আগ্রহের কেন্দ্রে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলের ধারণা, জন্মদিনের এই আয়োজন ছবিটির বিপণন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করবে।
এরই মধ্যে আলোচনায় এসেছে ছবিটির সম্ভাব্য মুক্তির সময়সূচি। প্রস্তাবিত নতুন মুক্তির তারিখ হিসেবে সামনে আসছে ২৮ মার্চ ২০২৬। দিনটি জাতীয় ছুটির হওয়ায় প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পোস্টার প্রকাশের পর পূর্ণাঙ্গ প্রচারণার জন্যও এই সময়টুকু যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। বড় বাজেটের অন্যান্য গ্রীষ্মকালীন ছবির সঙ্গে সংঘাত এড়ানো এবং গ্রীষ্মের আগ মুহূর্তে অ্যাকশনধর্মী থ্রিলার মুক্তির কৌশল হিসেবেও তারিখটি গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।
সব মিলিয়ে জন্মদিনের উন্মাদনা ও কৌশলগত মুক্তির পরিকল্পনা একত্রিত হলে ভ্যান বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে বলে আশাবাদী চলচ্চিত্র মহল।
এমআর/টিএ