সালমান খানের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় উঠে এল জনপ্রিয় গায়ক বি প্রাক। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাঁকে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টাকা না দিলে তাঁকে “জ্যান্ত পুঁতে দেওয়ার” হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনায় ইতিমধ্যেই মোহালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পাঞ্জাব পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, গত ৫ জানুয়ারি বি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে প্রথমে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ব্যস্ত থাকায় তিনি সেই কল ধরতে পারেননি। পরের দিন বিদেশি একটি নম্বর থেকে আবার ফোন আসে। কল ধরার পর কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় দিলনূর লাইন কেটে দেন। এরপরই তিনি একটি ভয়েস বার্তা পান, যেখানে স্পষ্ট ভাষায় হুমকি দেওয়া হয়।
ওই ভয়েস বার্তায় বলা হয়, “বি প্রাককে জানিয়ে দাও, আমরা ১০ কোটি টাকা চাই। এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তুমি যে কোনও দেশে যেতে পারো, কিন্তু বি প্রাকের ঘনিষ্ঠ কাউকে সামনে পেলেই আমরা ক্ষতি করব।” একই বার্তায় আরও বলা হয়, “টাকা না দিলে বি প্রাককে জ্যান্ত পুঁতে দেওয়া হবে।” এই ভয়েস বার্তার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি পুলিশে জানানো হয়।
দিলনূর মোহালির সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কলের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে এবং ভয়েস বার্তাটিও পরীক্ষা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই হুমকি প্রসঙ্গে বি প্রাক প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে তৃতীয়বার বাবা হয়েছেন বি প্রাক এবং সেই আনন্দের কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এই হুমকি তাঁর পরিবার ও ঘনিষ্ঠ মহলে উদ্বেগ তৈরি করেছে। এর আগে একাধিকবার বিষ্ণোই গ্যাং সালমান খান ও তাঁর ঘনিষ্ঠদের লক্ষ্য করে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পিআর/টিএ