১৬ জানুয়ারি ছিল সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিন, তবে এ বছর দিনটা শুধু উৎসব নয়, বরং আবেগ আর নতুন পরিচয়ের উদযাপন হয়ে উঠল। গত জুলাইয়ে কন্যাসন্তানের বাবা হওয়ার পর থেকে অভিনেতার জীবনযাত্রায় যে নীরব বদল এসেছে, তারই উষ্ণ প্রতিফলন মিলল স্ত্রী কিয়ারা আদভানি আদুরে শুভেচ্ছাবার্তায়। ঘরোয়া পরিবেশে তোলা একগুচ্ছ ছবির সঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করে কিয়ারা শুধু স্বামীকে ভালোবাসাই জানালেন না, বরং তাঁদের ছোট্ট মেয়ের উপস্থিতিকেও ভালোবাসার কেন্দ্রে এনে দিলেন।
ছবিতে জন্মদিনের সাদামাটা উদযাপন, পরিবারের উষ্ণতা আর হাসির মুহূর্ত ধরা পড়েছে। ক্যাপশনে কিয়ারা লিখেছেন, সারায়ার সবচেয়ে প্রিয় মানুষ, সবদিক থেকেই একজন ভালো মানুষ তুমি, এখনও তোমাকে দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি, আর এখন আমাদের জীবনে যোগ হয়েছে পরিবারের ছোট সদস্য। এই কথার মধ্যেই ফুটে উঠেছে দম্পতির নতুন জীবনের আবেগ, দায়িত্ববোধ আর মমতা।
একই পোস্টে জন্মদিনের কেকের ছবিও ভাগ করে নিয়েছেন কিয়ারা, যেখানে লেখা ছিল সারায়ার বাবার জন্য এবং পাশে ছিল মজার ছলে লেখা আদুরে বার্তা। এই ছোট্ট ইঙ্গিতেই স্পষ্ট, বাবা-মা হিসেবে সিদ্ধার্থ ও কিয়ারা কতটা আনন্দে আছেন এবং নতুন অধ্যায়কে কতটা উপভোগ করছেন।
২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরুতেই কন্যার আগমনের খবর দেন তাঁরা, আর জুলাই মাসে ঘর আলো করে আসে তাঁদের সন্তান। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিছুদিন কাজ থেকে বিরতি নিলেও কিয়ারা ধীরে ধীরে ক্যামেরার সামনে ফিরছেন। সম্প্রতি এক ছবিতে তাঁর নতুন রূপ দর্শকের নজর কাড়ছে, যা ইঙ্গিত দেয় ব্যক্তিগত জীবন সামলানোর পাশাপাশি পেশাগত পথেও তিনি সমান সক্রিয়।
সব মিলিয়ে এই জন্মদিন কেবল একটি তারিখ নয়, বরং বাবা সিদ্ধার্থ, মা কিয়ারা এবং ছোট্ট সারায়ার জন্য ভালোবাসা, স্মৃতি আর নতুন শুরুর প্রতীক হয়ে রইল।
পিআর/টিএ