সাংবাদিকদের উদ্দেশে দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন, ‘‘আপনারা বিকল্প কোনো পেশারও ব্যবস্থা করুন। আমাকে যদি আজকে বিতাড়ণ করা হয়, যেমন আগে বহুবার করা করা হয়েছিল...। এরশাদের আমলেও হয়েছি, হাসিনার আমলেও হয়েছি। তবে আমি জানতাম যে, আমি বিশ্বের যেখানেই যাই না কেন, চাটার্ড অ্যাকাউন্ট হিসেবে আমি একটা কাজ পাবোই, পেয়েছিও। যে কারও বিরুদ্ধে লেখার স্বাধীনতা অর্জন করতে হবে। সাংবাদিকতার ওপর নির্ভর করলে একদিন আপনি ‘দালাল’ নামে অভিযুক্ত হতে পারেন।’’
শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মিলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে।
গণমাধ্যম সম্মিলনে শফিক রেহমান বলেন, ‘সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হন, আমি এটা চাই। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে তাদের বিকল্প কিছু গুণ থাকতে হবে। যাতে করে সাংবাদিকতায় না থাকলেও যেন অন্যকিছুর ওপর নির্ভর করতে পারেন। কারণ মাসের শেষে টাকাটাই মূল কথা। সাংসারিক খরচ, সন্তানের স্কুলের খরচ কিন্তু মেটাতেই হবে। এই টাকার বিষয়ে যাতে নিশ্চিত হতে পারেন- এ বিষয়টি চিন্তা করুন। এটা চিন্তা করার একমাত্র উপায় হলো বই পড়ুন। অনেক বই পড়ুন। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠুন।’
তিনি বলেন, ‘‘সাংবাদিকদের ‘দালাল’ বললে আমার খুব দুঃখ লাগে। বলবেই বা না কেন? কিছুদিন আগে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা এখন বিএনপির হয়ে গেছে। এটা একটা অদ্ভূত ব্যাপার না? এই ম্যাজিকের পাল্লায় পড়বেন না। এতে সম্মান বাড়ে না। বরং কমে যায়।’’
এসকে/টিকে