ভারত-বাংলাদেশ ম্যাচে অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ঘটনা ‘অনিচ্ছাকৃত’: বিসিবি

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারত–বাংলাদেশ ম্যাচে টসের সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ 'অনিচ্ছাকৃত' ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেয়।

বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অসুস্থতার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওই ম্যাচে টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারপ্রাপ্ত হিসেবে টসে গিয়েছিলেন। টস শেষে ভারতের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করার বিষয়টি বোর্ডের দৃষ্টিগোচর হওয়ার পর তারা স্পষ্ট করেছে যে, এটি সম্পূর্ণ অসাবধানতাবশত এবং মনোযোগের অভাবে ঘটেছে। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অভদ্রতা বা অবজ্ঞা প্রদর্শনের উদ্দেশ্য দলের ছিল না। 

বোর্ড আরও উল্লেখ করেছে যে, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ক্রিকেটের চেতনা এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা বজায় রাখা একটি 'মৌলিক পূর্বশর্ত' বলে বিসিবি মনে করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোর্ড তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছে।

বিসিবির পক্ষ থেকে দলের খেলোয়াড়দের আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিপক্ষ দলের সাথে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ক্রীড়াসুলভ আচরণের সর্বোচ্চ মান বজায় রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটের প্রকৃত মূল্যবোধ ও আদর্শের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দুই দলের এই বৈশ্বিক লড়াই এমন এক সময়ে মাঠে গড়ালো, যখন বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে চরম শীতলতা বিরাজ করছে। ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তাশঙ্কা নিয়ে দুই দেশের মধ্যে অস্থিরতা এখন তুঙ্গে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে যে, তারা টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে। তবে সম্প্রতি ভারতে উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সেখানে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুবার চিঠি পাঠিয়েছে বিসিবি। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির কাছ থেকে এখনো এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইন্টারনেট বন্ধ করে উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচন, মুসোভেনিরের নিরঙ্কুশ জয় Jan 18, 2026
img
আল্লু অর্জুনের AA23 কাহিনি ফাঁস, নতুন সুপারহিরোর উত্থান! Jan 18, 2026
img
থামছেন না রজনীকান্ত, জেলার টু-এর পরেই নতুন ছবির প্রস্তুতি Jan 18, 2026
img
তুম্বাডের পর মায়াসভা নিয়ে ফিরছেন রাহি অনিল বারভে Jan 18, 2026
img
বাংলাদেশকে এবার সুখবর দিল কুয়েত Jan 18, 2026
img
চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’ তালিকায় সাবেক মন্ত্রী-মেয়র, আ.লীগ-বিএনপি নেতা Jan 18, 2026
img
নেটফ্লিক্সে আসছে নানির বহু প্রতীক্ষিত ছবি ‘প্যারাডাইস’ Jan 18, 2026
img
উত্তেজনার মুখে এলাকাবাসীর ধাওয়া, বিপাকে রিপাবলিক বাংলার সাংবাদিক Jan 18, 2026
img
এবার ভারতের আরেকটি অঞ্চল নিজেদের দাবি করল চীন Jan 18, 2026
img
গাইবান্ধায় পাচারকালে ২০ বস্তা সার জব্দ Jan 18, 2026
img
তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মোদি Jan 18, 2026
img
এবার খামেনি পতনের ডাক দিল ট্রাম্প! Jan 18, 2026
img
বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান আয়ারল্যান্ডের Jan 18, 2026
img
নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান Jan 18, 2026
img
রাজনৈতিক ফায়দা লুটতে জুলাই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর Jan 18, 2026
img
১৬টি দল নিয়ে ৫ মে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল Jan 18, 2026
img
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থা Jan 18, 2026
img
ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের Jan 18, 2026
img
পটুয়াখালীর ২ উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত Jan 18, 2026
img
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের Jan 18, 2026