আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে একটি মহল 'জুলাই ঐক্য' নষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার অভিযোগ, ওই মহলটি 'মব সন্ত্রাস' বা সংঘবদ্ধ সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, গত বছরের ৫ আগস্টের আগে একটি বিশেষ গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। কিন্তু ৫ আগস্টের পর তাদের চেহারা রাতারাতি বদলে গেছে। এখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের 'ভারতের দালাল' আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। মূলত নির্বাচন বানচাল করতেই তারা বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, চক্রান্তকারীরা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায়। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি।
ইউটি/টিএ