মবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গত ১৫ মাসে দেশের বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্সের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টায় নারায়ণগঞ্জের তল্লা রেললাইন পাঠাগার এলাকায় বসবাসরত গলাচিপা-দশমিনা বাসীদের আয়োজনে ‘মানুষ ও জনপদের উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নুরুল হক নুর বলেন, কিছু মানুষ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে জুলাই মাসে গড়ে ওঠা ঐক্যকে ভাঙার চেষ্টা করছে। সেই ঐক্য নষ্ট করতে বিভেদ ও বিদ্বেষ ছড়িয়ে একটি অস্থিতিশীল সমাজব্যবস্থা তৈরি করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি অসভ্য ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে নোংরা ভাষায় সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড সমাজে অস্থিরতা বাড়াচ্ছে এবং মানুষে মানুষে দূরত্ব তৈরি করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রসঙ্গ টেনে নুর বলেন, ফ্যাসিস্ট আমলে আসিফ নজরুলকে আমরা স্বৈরাচারের অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে দেখেছি। ইলেকট্রনিক মিডিয়ার টকশোতে তিনি বলিষ্ঠভাবে প্রতিবাদ করে গেছেন। অথচ আজ কিছু মানুষ তাকে ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে চরিত্রহননের উদ্দেশ্যে নোংরা কথাবার্তা প্রচার করছে।
নুর বলেন, যারা যাকে খুশি তাকে দালাল কিংবা দোসর হিসেবে আখ্যা দিচ্ছে, তারা দেশের ভালো চায় না। তাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে দেশ ও সমাজের স্থিতিশীলতার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ইউটি/টিএ