পাওয়ার প্লে শেষ হতে তখনো ৭ বল বাকি। পঞ্চম ওভারে ৫ উইকেট পড়ল। স্কোরবোর্ডে তখন রান মাত্র ৭, বিদায় নেওয়া ব্যাটারদের মধ্যে চারজনই রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ চার রান শাই হোপের। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো শুধু কল্পনাই করা যায়। কিন্তু কল্পনাকেও হার মানাল প্রিটোরিয়া ক্যাপিটালস। শেষ হাসিও হেসেছে তারা।
৭ রানে ৫ উইকেট পড়ার পর ডেভাল্ড ব্রেভিস ও শেরফানে রাদারফোর্ডের শতরানের জুটিতে প্রিটোরিয়া ৬ উইকেটে ১৪৩ রান করে। তারপর জোবার্গ সুপার কিংসকে ১২২ রানে আটকে দিয়ে ২১ রানে জিতেছে দলটি। এসএ টোয়েন্টিতে ১০ ম্যাচে পঞ্চম জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে শীর্ষে।
জোবার্গের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল প্রিটোরিয়া। ব্রেভিস ও রাদারফোর্ড ১০৩ রানের জুটিতে দলকে টেনে তোলেন। ব্রেভিম ৫৩ রানে আউট হন। রাদারফোর্ড ৫০ বলে ১০ চার ও ২ ছয়ে ৭৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন।
জোবার্গের ড্যানিয়েল ওরাল ও উইয়ান মুল্ডার দুটি করে উইকেট নেন।
ছোট লক্ষ্যে নেমে জোবার্গ লিজার উইলিয়ামস ও কেশভ মহারাজের বোলিংয়ে চাপে পড়ে। ৬৮ রানে ৬ উইকেট পড়ে তাদের। ওই বিপর্যয় থেকে উঠতে পারেনি জোবার্গ। তিনটি করে উইকেট নেন প্রিটোরিয়ার দুই বোলার। জোবার্গের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত ছিলেন ডিয়ান ফরেস্টার। ৮ উইকেট হারায় তারা।
আরআই/ এসএন