ব্যক্তিগত ঝড়ঝাপটা আর সামাজিক আলোচনার ঘূর্ণাবর্ত পেরিয়ে ধীরে ধীরে আবার আলোয় ফিরছেন দেবলীনা নন্দী। সাম্প্রতিক সময়ের এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাঁকে ঘুমের ওষুধ সেবনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, যা নিয়ে নেটদুনিয়ায় বিস্তর জল্পনা, গুঞ্জন ও সমালোচনা ছড়িয়ে পড়ে। সেই কঠিন অধ্যায় পেরিয়ে এখন তিনি অনেকটাই সুস্থ, স্বাভাবিক জীবনের ছন্দে ফিরছেন এবং সংগীতচর্চায় মনোযোগী হচ্ছেন, যা তাঁর অনুরাগীদের মধ্যে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।
এই প্রত্যাবর্তনের মাঝেই দেবলীনার সামনে খুলে গেছে নতুন সম্ভাবনার দরজা। প্রযোজক রানা সরকারের আসন্ন সিনেমা ‘গুনগুন করে মহুয়া’-তে তিনি কণ্ঠ দেবেন বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেবলীনা ও অঙ্কিতা মল্লিককে একসঙ্গে দেখা গেছে, যা তাঁর নতুন সংগীতযাত্রার ইঙ্গিত বহন করে। ছবিটি ঘিরে আলোচনা বাড়লেও, মূল বার্তা স্পষ্ট যে এই সিনেমার মাধ্যমে গায়িকা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দেবলীনা।
কিছুদিন আগে হাসপাতাল থেকে দেওয়া এক সরাসরি সম্প্রচারে দেবলীনা নিজের জীবনের নানা দিক খোলাখুলি তুলে ধরেছিলেন। কেন তিনি আত্মহননের পথে গিয়েছিলেন, পারিবারিক ও শ্বশুরবাড়ির জটিলতা কীভাবে তাঁকে বিপর্যস্ত করেছিল, সবটাই তিনি নিঃসংকোচে জানিয়েছেন। সেই সময় তিনি অনলাইনে ছড়িয়ে পড়া কটূক্তির বিরুদ্ধে মানুষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, বাক্যের আঘাতে যেন কেউ তাঁকে আর কষ্ট না দেয়।
স্বামী প্রবাহের সঙ্গে সম্পর্ক এখনও টানাপোড়েনের মধ্যে থাকলেও দেবলীনা জানিয়েছেন, প্রয়োজন হলে এক ডাকে তিনি শ্বশুরবাড়িতে ফিরে যেতে প্রস্তুত। তবে আপাতত তিনি ব্যক্তিগত দ্বন্দ্বকে পাশে সরিয়ে রেখে পেশাগত জীবনে মনোযোগ দিচ্ছেন। ‘গুনগুন করে মহুয়া’ তাঁর কণ্ঠের জাদু নতুন করে তুলে ধরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যক্তিগত সংকটের মধ্যেও নিজেকে ভেঙে পড়তে না দিয়ে ঘুরে দাঁড়ানোর এই লড়াই দেবলীনার ক্যারিয়ারে নতুন শক্তি যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।
পিআর/টিকে