ভুয়া জরিপ আর মিথ্যা প্রচারণা দিয়ে ইতিহাস বদলানো যাবে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভুয়া জরিপ আর উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না। জনগণ সব সময় সত্যকে চিনেছে, এবারও ব্যতিক্রম হবে না।

রোববার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘আগামী জাতীয় নির্বাচন-প্রবাসী ও ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী এক-দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। হাতে সময় খুব কম, মাত্র তিন সপ্তাহের প্রচারণাতেই নির্ধারিত হবে দেশ কোন পথে যাবে। তার ভাষায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই বাংলাদেশ সামনের দিকে এগোবে, আর সেই পথ হবে গণতন্ত্র ও স্বাধীনতার পথ। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতা, সন্ত্রাস বা ষড়যন্ত্রের রাজনীতির জায়গা হবে না।

তিনি বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে সারা দেশে একটি পরিকল্পিত বক্তব্য ছড়ানো হয়েছে যে একটি দল এবার রাষ্ট্রক্ষমতায় যাবে, যা তারা প্রায় শত বছরেও অর্জন করতে পারেনি। এ ধারণা প্রতিষ্ঠার জন্য এখন ভুয়া জরিপ প্রকাশ করা হচ্ছে। এসব জরিপে বিএনপির সঙ্গে ওই দলকে প্রায় সমান অবস্থানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

চারটি প্রতিষ্ঠানের জরিপের প্রসঙ্গ তুলে বিএনপি ভাইস চেয়ারম্যান দুদু বলেন, ওই জরিপে দাবি করা হয়েছে বিএনপি ও একটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ তারা আন্দোলন করেছে ও রাজপথে ছিল। সে যুক্তিতে বলা হচ্ছে, তাদের ভোট তিন শতাংশ থেকে ৪০ শতাংশে গেছে, অর্থাৎ আগে তিনটি আসন পেলে এবার ৪০টি আসন পাবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, তাহলে কি বিএনপি ঘরে বসে ছিল? বিএনপির নেতৃত্ব ১৭ বছর নির্যাতন সহ্য করেছে, তারেক রহমানকে ১৭ বছর প্রবাসে থাকতে হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও কারাবরণের শিকার হয়েছেন। দুদুর ভাষায়, যদি বিএনপির ভোট সত্যিই ৪০-৫০ শতাংশ বেড়ে থাকে, তাহলে আসন সংখ্যা তো দ্বিগুণ হয়ে ৪০০ ছাড়িয়ে যাওয়ার কথা। এই হিসাবই প্রমাণ করে এসব হিসাবই প্রমাণ করে জরিপগুলো উদ্দেশ্যপ্রণোদিত।

মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে একটি দলের নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, আপনারা ভবিষ্যতে নেতা হবেন। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসেন নাই। তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, জেল খেটেছেন। এমন কোন গণতান্ত্রিক আন্দোলন ছিল না, সেখানে তিনি ছিল না। তার সম্বন্ধে অথবা বিএনপি সম্বন্ধে আপনার রাজনীতি দল হিসেবে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন পারেন তবে একটু মুখে লাগাম রেখে এটা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কিংবা সাম্প্রদায়িক রাজনীতিকে জনগণ কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।

নির্বাচন ছাড়া দেশের বর্তমান সংকট উত্তরণের কোনো পথ নেই। নির্বাচন বানচালের চেষ্টা হলে তাতে লাভবান হবে অগণতান্ত্রিক শক্তি, আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সামনে যে নির্বাচন আসছে তা হবে উৎসবমুখর। ভুয়া জরিপ, ভয় দেখানো বা ষড়যন্ত্র করে জনগণের রায় ঠেকানো যাবে না। সময়ই প্রমাণ করবে- এই দেশের ইতিহাস জনগণই লেখে, কোনো সাজানো পরিসংখ্যান নয়।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল Jan 18, 2026
img
‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালাবে সরকার Jan 18, 2026
img
৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন গায়ক অঞ্জন দত্ত Jan 18, 2026
img
ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করলেন আলিয়া Jan 18, 2026
img
তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jan 18, 2026
img
সাইফের ফিফটিতে চট্টগ্রাম রয়্যালসকে ১৭১ রানের টার্গেট ঢাকা ক্যাপিটালসের Jan 18, 2026
img
চট্টগ্রামে সাব্বির হত্যা মামলায় রাফসান গ্রেপ্তার Jan 18, 2026
img
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার Jan 18, 2026
img
মাঠে বাবরের সঙ্গে কী হয়েছিল, জানালেন স্মিথ Jan 18, 2026
img
চলতি বছর বলিউড কাঁপাচ্ছে ইয়ামি-আদিত্য Jan 18, 2026
img
ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের Jan 18, 2026
img
যত বাধা আসুক সব বাধা মোকাবিলা করতে সরকার প্রস্তুত: উপদেষ্টা রিজওয়ানা Jan 18, 2026
img
রুমিন ফারহানার বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি Jan 18, 2026
img
নতুন সার্টিফিকেশন বোর্ডে ফিরলেন খিজির-নওশাবা Jan 18, 2026
img
সরকার নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজওয়ানা হাসান Jan 18, 2026
img
আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল Jan 18, 2026
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে যে স্মৃতি শোনালেন জাইমা রহমান Jan 18, 2026
img
মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ হারাল ৬ Jan 18, 2026
যুক্তরাজ্যসহ ৮ দেশের ওপর বিশাল শুল্ক আরোপ করলেন ট্রাম্প Jan 18, 2026
দেশে প্রথমবার বক্তৃতায় দাঁড়িয়ে যে কথা বললেন জাইমা রহমান Jan 18, 2026